
কলকাতা: শিক্ষামন্ত্রীর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে হেনস্থার অভিযোগ। অভিযোগ, শনিবার রাতে উপাচার্য ভাস্কর গুপ্তকে হেনস্থা করেন বেশ কিছু ছাত্র। তাঁর জামাও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বর্তমানে বেশ কিছুটা অসুস্থ বলেও জানাচ্ছেন। টিভি৯ বাংলার তরফে যোগাযোগ করা খানিক উদ্বেগের সঙ্গেই তিনি বলেন, “প্রেসার বেড়ে গিয়েছে। আমি অসুস্থ। এরকম চললে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে, সরকার সিদ্ধান্ত নিক।”
অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই যাদবপুর কাণ্ডে ৫টি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেফতার করা হয়েছে সাহিল আলী নামে এক প্রাক্তন ছাত্রকেও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় ১৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। তারমধ্যেই রয়েছেন সাহিল। তিনি DYSA নামে একটি বাম সংগঠনের কর্মী বলে জানা যাচ্ছে। অন্যদিকে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে ইন্দ্রানুজ রায় নামে যে ছাত্র আহত হয়েছিলেন তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তিনি RSF নামে একটি অতিবাম সংগঠনের কর্মী বলে খবর। রাজনৈতিক মহলেও তুমুল শোরগোল। অভিযোগ, রাতেই রাজ্যের নানা প্রান্তে সিপিএমের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
যাদবপুর কাণ্ডে আহত হয়েছেন অভিনব বসু নামে এক এসএফআই কর্মীও। তিনি যাদবপুরের স্নাতকোত্তরের ছাত্র। সোমবার রাজ্যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। রবিবার সকাল থেকেই পথে নেমেছেন এসএফআই সমর্থকেরা। বাঁকুড়ায় রাস্তায় নামল ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআই। আজ বাঁকুড়ায় সিপিএম এর দলীয় কার্যালয় থেকে মিছিল করে প্রথমে বাঁকুড়া জিলা স্কুল মোড় ঘুরে চার্চ মোড়ে হাজির হন এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা। একই ছবি বর্ধমানেও। সেখানে আবার পুলিশের সঙ্গে তাঁদের দীর্ঘ সময় বচসাও হয়।