ভারতের প্রথম বোট লাইব্রেরির সূচনা হল বইমেলার শহর কলকাতায়
মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ পর্যন্ত প্রতিদিন এই লঞ্চ যাওয়া-আসা করবে।

ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের উদ্যোগে ভারতের প্রথম বোট লাইব্রেরির সূচনা হল বইমেলার শহর কলকাতায়। মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ পর্যন্ত প্রতিদিন এই লঞ্চ যাওয়া-আসা করবে। ভাড়া মাথাপিছু ১০০ টাকা। পড়ুয়া এবং ১৮ বছরের নীচে বয়স হলে ভাড়া লাগবে ৫০ টাকা।
