Calcutta High Court: কেজরীওয়াল জামিন পেলে পার্থ কেন নয়? সওয়াল করতেই CBI বলল…
Partha Chatterjee: এ দিন আদালতে পার্থর আইনজীবী সওয়াল করেন, "অরবিন্দ কেজরিওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে অনেক বেশি ক্ষমতাশালী। তাও তাকে জামিন দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তো এখন পার্টিরও সদস্য নন। তাঁকে জামিন দেওয়া হোক।"
কলকাতা: অর্পিতা মুখোপাধ্যায়,মানিক ভট্টাচার্যরা একে-একে জামিন পেয়েছেন। শুধু একা পড়ে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মিলছে না জামিন। উচ্চ আদালত থেকে নিম্ন আদালত, কার্যত সব জায়গায় ভর্ৎসিত হয়েছেন তিনি। মিলছে না জামিন। সোমবারও ছিল পার্থ জামিন সংক্রান্ত মামলা। সেই মামলায় এবার পার্থকে ‘কিং মেকার’ আখ্যা দিল সিবিআই।
এ দিন আদালতে পার্থর আইনজীবী সওয়াল করেন, “অরবিন্দ কেজরিওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে অনেক বেশি ক্ষমতাশালী। তাও তাকে জামিন দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তো এখন পার্টিরও সদস্য নন। তাঁকে জামিন দেওয়া হোক।” পাল্টা সিবিআই-এর আইনজীবীর বক্তব্য, “পার্থ চট্টোপাধ্যায় কিং মেকার।” এই মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর।
বস্তুত, পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়,অশোক কুমার সাহা এবং শান্তি প্রসাদ সিনহার জামিনের আবেদনে ভিন্নমত পোষণ করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। মামলা গিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। উল্লেখ্য, এর আগে শীর্ষ আদালতে জামিন চাইতে দিয়ে ভর্ৎসনা শুনতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর নিম্ন আদালতেও ভর্ৎসিত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে? তা নির্ধারণ করার এক্তিয়ার কে দিয়েছে? পার্থর আইনজীবীকে প্রশ্ন করেছিলেন বিচারক।