EXPLAINED: গ্রেড বাড়ে না অথচ ব্রিগেড টইটুম্বুর কালো মাথায়, CPIM-ই মুখ খুলল দুঃখের বারোমাস্যা নিয়ে
EXPLAINED: একুশের নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশ করেছিল বামেরা। বাম কর্মী-সমর্থকদের মুখে মুখে ঘুরছিল 'হাল ফেরাও, লাল ফেরাও' স্লোগান। সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছিল তাদের প্যারোডি। 'তোকে নিয়ে ব্রিগেড যাব টুম্পা' সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। চব্বিশের লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেড সমাবেশ করেছিল তারা। বামেদের ব্রিগেডে ভিড় হলেও ভোটবাক্সে তার প্রতিফলন দেখা যায় না কেন? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

কলকাতা: গ্রীষ্মের তপ্ত দুপুর। ব্রিগেডের খোলা ময়দান। মাথার উপর সূর্য। মাটিও যেন গনগনে আঁচ। তারই মাঝে শুধু কালো মাথার সারি। একটু ভুল হল, শুধু কালো মাথা নয়। সাদা চুলের প্রবীণরাও রয়েছেন। অসুস্থ শরীরেও হাজির কেউ কেউ। ব্রিগেডে ভিড় করেছেন তাঁরা। সিপিএমের শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বস্তি সংগঠনের ডাকে ব্রিগেড ময়দান ভরিয়েছেন। সিপিএম বলছে, স্বতঃস্ফূর্ত এই ভিড়। কোনও প্রলোভনে নয়। শুধু পার্টিকে ভালবেসে ব্রিগেড ভরিয়েছেন সাধারণ মানুষ। এখানেই উঠছে প্রশ্ন। ব্রিগেডের এই ভিড় ভোটবাক্স পর্যন্ত পৌঁছাচ্ছে তো? একুশের বিধানসভা নির্বাচনে খাতা খুলতে পারেনি সিপিএম। চব্বিশের লোকসভা নির্বাচনেও বাংলায় তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি। ভোটের হারও কমছে। বিরোধীরা খোঁচা দিয়ে প্রায়ই বলে, সিপিএমের যত বিপ্লব সোশ্যাল মিডিয়ায়। কিন্তু, ব্রিগেডের এই ভিড় কেন ভোটবাক্সে প্রতিফলিত হচ্ছে না? কী বলছে বিরোধীরা? তাঁদের দলের নির্বাচনী ফলাফল নিয়ে কী বলছেন সিপিএমের নেতা-নেত্রীরা? সত্যিই কি ব্রিগেডে ভিড় করলেও ভোটবাক্সে অন্য দলের প্রতীকে ভোট দেন বাম সমর্থকরা? ...
