
কলকাতা: মাত্র একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। শুভেচ্ছার বন্যা। আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আধিকারিকদের পরিচয় করিয়ে দিতে চাইছেন সচিব। সবাইকে থামিয়ে একদিনের মুখ্যমন্ত্রী বললেন, ‘সময় কম। ওসব পরে হবে। এখন কাজটা করি।’ বাস্তবে নয়। এই দৃশ্য দেখা গিয়েছে অনিল কাপুরের ‘নায়ক’ সিনেমায়। আর বাস্তবে তাঁর দলের লক্ষ্য পূরণে মাস নয়েক সময় পাচ্ছেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য। ‘নায়ক’ সিনেমার শিবাজীরাও গায়কেওয়াড়ের মতো দায়িত্ব পাওয়ার পরই দলের লক্ষ্য পূরণে তিনি নেমে পড়েছেন। যদিও শমীককে ঘটা করে সংবর্ধনা দেওয়া হয়েছে। কিন্তু তাঁরও হাতে সময় খুব কম। তাই ঠিক পরের দিনই খাতা পেন নিয়ে সুনীল বনশলদের সঙ্গে বসে পড়েন শমীক। শুরু হয় অঙ্ক কষা। রাজ্যে কতটা জমি রয়েছে বিজেপির? চব্বিশের লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের সঙ্গে ভোটের যে পার্থক্য রয়েছে, সেটা কীভাবে মিটবে? তৃণমূলও ফুল, বিজেপিও ফুল- তফাৎ শুধু ৪২ লক্ষ- ...