Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EXPLAINED: বসন্তে কুকথার কুহু কুহু… ভোট এলেই কেন নেতাদের ভাষা পাল্টে যায়?

EXPLAINED: চড়াম চড়াম ঢাক বাজানো। রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকা। একসময় অনুব্রত মণ্ডলের এইসব কথা লোকের মুখে মুখে ফিরত। ভোট এলেই নেতাদের নিদান, কুকথা কেন বাড়ে? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: বসন্তে কুকথার কুহু কুহু... ভোট এলেই কেন নেতাদের ভাষা পাল্টে যায়?
নেতাদের 'কুকথা'-র লড়াই বাড়া মানেই কি ভোট আসার লক্ষণ?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Mar 24, 2025 | 8:46 PM

কলকাতা: চৈত্র মাস। বসস্ত ঋতু। কানে কি আসছে কোকিলের ডাক? গরম কি এখনই জাঁকিয়ে পড়ছে? কোকিলের কুহু কুহু সবাই শুনেছেন কি না, তা নিয়ে দ্বিমত থাকতে পারে। কিন্তু, রাজনীতির ‘কুকথা’-র কুহু কুহু এখন সবাই শুনতে পাচ্ছেন। গরম জাঁকিয়ে না পড়লেও নেতাদের আক্রমণ, পাল্টা আক্রমণে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। বাংলায় ভোট আসতে চলেছে, এটাই কি ইঙ্গিত দিচ্ছে? ভোট আসার আগে কেন বাড়ে ‘কুকথা’-র রাজনীতি? ভোটের আগে ‘চড়াম-চড়াম’, ‘গুড় বাতাসা’-র কথা কেন শোনা যায়? ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন- বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। হিসেব বলছে, নির্বাচনের আর বছরখানেকও বাকি নেই। রাজনীতির পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে। চড়ছে ‘কুকথা’-র রাজনীতি। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন