Salt Lake: রাত হলেই সল্টলেকে ঘুরত এরা, কেউ টেরও পায়নি, পরে পুলিশ যা জানতে পারল মাথায় হাত
Salt Lake: পুলিশ সূত্রে খবর, ১১ তারিখ গভীর রাতে সল্টলেকের সি ই ব্লক থেকে রাস্তায় রাখা একটি বাইক চুরি যায়। উত্তর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। দেখা যায় তিন যুবক একটি বাইকে করে আসে। রাস্তার উপর একটি বুলেট বাইক দেখতে পেয়ে গাড়ি থামিয়ে দেয় চোর।
সল্টলেক: দীর্ঘদিন ধরে বিধাননগর এলাকায় চলছে দু’চাকা ও চার চাকা চুরি। কিন্তু চোরকে কোনওভাবেই বাগে আনতে পারছিলেন পুলিশ আধিকারিকরা। তবে এবার হল বিপত্তি। চোর গাড়ির লক ভেঙে বাইক চুরি করে পালাতে যেতেই শেষ হয়ে গেল গাড়ির তেল। ব্যাস। তারপরই ধরা পড়ল পুলিশের জালে।
পুলিশ সূত্রে খবর, ১১ তারিখ গভীর রাতে সল্টলেকের সি ই ব্লক থেকে রাস্তায় রাখা একটি বাইক চুরি যায়। উত্তর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। দেখা যায় তিন যুবক একটি বাইকে করে আসে। রাস্তার উপর একটি বুলেট বাইক দেখতে পেয়ে গাড়ি থামিয়ে দেয় চোর।
তারপর গাড়ির হ্যান্ডেল লক খোলা আছে কি না দেখে। দেখা যায় ওই গাড়ির হ্যান্ডেল লক খোলা ছিল। এর পর ওই বুলেট বাইক নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কাঁকুড়গাছি এলাকা থেকে তিন যুবককে গ্রেফতার করে। আজ তাদের বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর। আর কোথায় কোথায় এই ভাবে ছুরি করেছে, সেগুলো কোথায় বিক্রি করতো তা খতিয়ে দেখা হবে।