CM Mamata Banerjee: পুজোর মুখে বোনাস বাড়ছে জেলার আশাকর্মীদের, বড় ঘোষণা মমতার
CM Mamata Banerjee: অগস্টের আন্দোলন চলাকালীন সময়ে কর্মবিরতিরও ডাক দিয়েছিলেন আশা কর্মীরা। আন্দোলন থেকেই স্থায়ী চাকরির দাবির পাশাপাশি ২১ হাজার টাকা বেতনেরও দাবি তোলেন তাঁরা।
কলকাতা: বিগত কয়েক মাসে আশা কর্মীদের (Asha workers) লাগাতার আন্দোলনে দফায় দফায় উত্তাল হয়েছে গোটা বাংলা। বকেয়া ভাতা প্রদান, স্থায়ী সরকারি কর্মীর স্বীকৃতি, উৎসাহ ভাতা প্রদান সহ একাধিক দাবিকে সামনে রেখে একাধিকবার আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন জেলার আশা কর্মীরা। গত এক বছরে ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে কেন পাঠানো হচ্ছে সেই প্রশ্নও তুলতে দেখা গিয়েছে আশাকর্মীদের। এদিকে পুজোর মুখে এবার জেলার আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বেড়ে গেল পুজোর বোনাস। মমতার নতুন ঘোষণার জেরে পুজোর বোনাস প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে।
এদিন ভার্চুয়ালি জেলার পুজোর উদ্বোধন মঞ্চ থেকে মমতা বলেন, “কলকাতায় যে আশাকর্মীরা কাজ করেন তাঁর পুজোয় সাড়ে চার হাজার টাকা মতো বোনাস পান। গ্রামের আশা কর্মীরা মনে হয় দুই-আড়াই হাজার টাকা পান। এটাকে আমরা সমান করে দিলাম। অর্থাৎ এখন থেকে গ্রামের আশা কর্মীরাও সাড়ে ৪ হাজার টাকা করে পাবেন।” গত মাসের শুরুতেই গোটা রাজ্যব্যাপী বড়সড় আন্দোলনে সামিল হতে দেখা গিয়েছিল আশা কর্মীদের। একাধিক জেলায় স্বাস্থ্য কেন্দ্রগুলির সামনে ধরনা দিতে দেখা যায় তাঁকে। এমনকী নানা জায়গায় পথ অবরোধও করেন তাঁরা।
অগস্টের আন্দোলন চলাকালীন সময়ে কর্মবিরতিরও ডাক দিয়েছিলেন আশা কর্মীরা। আন্দোলন থেকেই স্থায়ী চাকরির দাবির পাশাপাশি ২১ হাজার টাকা বেতনেরও দাবি তোলেন তাঁরা। ওয়াকিবহাল মহলের মত, যার জেরে অস্বস্তি বেড়েছিল প্রশাসনিক মহলে। তবে আন্দোলনের জেরে শেষ পর্যন্ত খানিকটা হলেও চিড়ে ভিজল বলেও মনে করছেন ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। তবে পুজোর মুখে অতিরিক্ত বোনাসের ঘোষণায় মুখে হাসি ফুটেছে জেলার আশাকর্মীদের।