Income Tax Raid: কলকাতায় ৩ জায়গায় আয়কর হানা! অভিষেকের আশঙ্কাবাণীর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অ্যাকশনে এজেন্সি

Income Tax Raid: বুধবার পূর্ব কলকাতার তিন জায়গায় একসঙ্গে অভিযানে আয়কর দফতরের অফিসাররা। জানা যাচ্ছে, এক ব্যবসায়ীর বাড়িতে, অফিস ঘরে ও গুদামে হানা দিয়েছেন আয়কর দফতরের অফিসাররা। ওই ব্যক্তির অ্যাগ্রো ফার্ম ও পোলট্রির ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে।

Income Tax Raid: কলকাতায় ৩ জায়গায় আয়কর হানা! অভিষেকের আশঙ্কাবাণীর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অ্যাকশনে এজেন্সি
আয়কর দফতরের হানাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2024 | 5:11 PM

কলকাতা: সপ্তম দফার ভোটের মুখে কলকাতায় আয়কর হানা। বুধবার পূর্ব কলকাতার তিন জায়গায় একসঙ্গে অভিযানে আয়কর দফতরের অফিসাররা। জানা যাচ্ছে, এক ব্যবসায়ীর বাড়িতে, অফিস ঘরে ও গুদামে হানা দিয়েছেন আয়কর দফতরের অফিসাররা। ওই ব্যক্তির অ্যাগ্রো ফার্ম ও পোলট্রির ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ আয়কর দফতরের একাধিক দল পৌঁছে যায় পূর্ব কলকাতার মেট্রোপলিটন হাউজ়িং কমপ্লেক্সে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ব্যক্তির কোনও আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে কি না, সেই সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতেও এই আয়কর অভিযান।

আয়কর দফতরের তরফে ইতিমধ্যেই ওই ব্যবসায়ীর গোডাউনে তল্লাশি চালানো হয়েছে। তারপর সেই গোডাউনের দরজা সিল করে দেন আয়কর অফিসাররা। বর্তমানে তাঁর বাড়িতে ও অফিস ঘরে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও এই ব্যক্তির কোনও রাজনৈতিক পরিচয় বা যোগাযোগ রয়েছে কি না, সে বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে গতকালই নির্বাচনী প্রচার পর্বে আয়কর দফতরের হানার প্রসঙ্গে ভবিষ্যদ্বাণী করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক দাবি করেছিলেন, আয়কর দফতরের এক অফিসার তাঁকে ফোন করে জানিয়েছিলেন, ৩১ তারিখ ও ১ তারিখ পাঁচটি জায়গায় তল্লাশি হবে। অভিষেকের সেই আশঙ্কা প্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার শহর কলকাতায় আয়কর দফতরের অভিযান। পূর্ব কলকাতায় একসঙ্গে তিন জায়গায় অভিযানে আয়কর দফতরের টিম। যদিও কী কারণে আয়কর দফতরের এই অভিযান, সে বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি।