Behala: রাতের অন্ধকারে কুকুরের সঙ্গে কুকর্ম! অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলল বেহালার মহিলারা
Indecent Act with a Dog: অভিযুক্তকে আটকে রেখে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। ততক্ষণে তপ্ত হয়ে উঠেছে এলাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীদের পক্ষ থেকে অভিযুক্ত জৌদুল হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বেহালা: অভিযোগটা উঠছিল দীর্ঘদিন থেকেই। কিন্তু হাতেনাতে ধরা যাচ্ছিল না কিছুতেই। এলাকার মহিলারাই শেষ পর্যন্ত নজর রাখতে শুরু করেন। তাতেই মেলে ফল। এক সারমেয়র সঙ্গে অশালীন আচরণের সময় হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বেহালার পর্ণশ্রীতে। অভিযুক্তের নাম জৌদুল হাসান। স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের বসাক বাগান এলাকায় গত কয়েকদিন ধরেই ওই ব্যক্তির গতিবিধি নিয়ে ক্রমেই সন্দেহ দানা বাঁধছিল। এলাকার লোকজনের অভিযোগ, প্রায়শই রাস্তার কুকুরদের উপর অত্যাচার চালানে ওই ব্যক্তি। সকলেই বুঝতে পারছিলেন, ঘটনার পিছনে ওই ব্যক্তিরই হাত রয়েছে। কিন্তু কিছুতেই তাকে ধরা যাচ্ছিল না। এরইমধ্যে গত রাতে একটি কুকুরের সঙ্গে চূড়ান্ত অসভ্য, নৃশংস আচরণ করার সময় এলাকার মহিলারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরাও। আশপাশের এলাকা থেকেও ছুটে আসেন অনেকে। অভিযুক্তকে বসিয়ে রেখে ক্ষোভের পর ক্ষোভ উগরে দেন মহিলারা।
অভিযুক্তকে আটকে রেখে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। ততক্ষণে তপ্ত হয়ে উঠেছে এলাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীদের পক্ষ থেকে অভিযুক্ত জৌদুল হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করতে হবে। এমনটাই দাবি, এলাকার বাসিন্দাদের। জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
