e Indian Railways: এবার উত্তরবঙ্গ, তৈরি হচ্ছে নতুন রুট, এই-এই জায়গায় বসছে রেলপথ - Bengali News | Indian Railways: New Rail Line Placed in North Bengal Kolkata | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: এবার উত্তরবঙ্গ, তৈরি হচ্ছে নতুন রুট, এই-এই জায়গায় বসছে রেলপথ

Kolkata: রেল সূত্রে খবর, ‘বিকশিত বাংলা’র লক্ষ্যকে সামনে রেখে রেল মন্ত্রক উত্তরবঙ্গে তিনটি নতুন রেলপথ প্রকল্পের নির্মাণকাজ শুরু করার অনুমোদন পেয়েছে। তার মধ্যে রয়েছে-রায়গঞ্জ-ডালখোলা নতুন লাইন (৪৩.৪৩ কিমি), গাজোল-ইটাহার নতুন লাইন (২৭.২০ কিমি) এবং রায়গঞ্জ-ইটাহার নতুন লাইন (২২.১৬ কিমি)।

Indian Railways: এবার উত্তরবঙ্গ, তৈরি হচ্ছে নতুন রুট, এই-এই জায়গায় বসছে রেলপথ
রেলপথ বাংলায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 31, 2026 | 7:46 PM
Share

কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাংলার বিভিন্ন জায়গায় রেলপ্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। রাঢ় বঙ্গ, মতুয়া গড়ের নানা জায়গায় রেলপথ বসানোর ঘোষণা করা হয়েছে। আর এবার উত্তরবঙ্গের পালা। তিনটি নতুন রেলপথ প্রকল্পের সূচনা করল কেন্দ্রীয় রেলমন্ত্রক।

রেল সূত্রে খবর, ‘বিকশিত বাংলা’র লক্ষ্যকে সামনে রেখে রেল মন্ত্রক উত্তরবঙ্গে তিনটি নতুন রেলপথ প্রকল্পের নির্মাণকাজ শুরু করার অনুমোদন পেয়েছে। তার মধ্যে রয়েছে-রায়গঞ্জ-ডালখোলা নতুন লাইন (৪৩.৪৩ কিমি), গাজোল-ইটাহার নতুন লাইন (২৭.২০ কিমি) এবং রায়গঞ্জ-ইটাহার নতুন লাইন (২২.১৬ কিমি)।

মালদহ ও আলুয়াবাড়িতে এই তিনটি রেলপথ বিকল্প রুট হিসাবে কাজ করবে। এছাড়া, বাংলাদেশ সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় রেল পরিষেবা ও বাণিজ্যের প্রসারেও এটি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

রায়গঞ্জ – ইটাহার নতুন রেলপথ প্রকল্প

এই প্রকল্পের আনুমানিক ব্যয় ১২৯.৩৪ কোটি টাকা। চারটি স্টেশন হবে। ওই স্টেশনগুলি হল- রায়গঞ্জ, রূপাহার হল্ট, দুর্গাপুর এবং ইটাহার। এই প্রকল্পে ৬টি বড় সেতু এবং ৪২টি ছোট সেতু (আরইউবি সহ) নির্মিত হবে।

গাজোল – ইটাহার নতুন রেলপথ প্রকল্প

এই প্রকল্পের আনুমানিক ব্য়য় ৮৫.৫৯ কোটি টাকা। তিনটি স্টেশন হবে-গাজোল, ব্যাঙর হল্ট আর ইটাহার। প্রকল্পে ১২টি বড় সেতু এবং ৩৭টি ছোট সেতু (আরইউবি সহ) নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

রায়গঞ্জ – ডালখোলা নতুন রেলপথ প্রকল্প

এর আনুমানিক ব্যয় ২৯১.৫৩ কোটি টাকা। পাঁচটি স্টেশন পড়ছে। রায়গঞ্জ, বিলাসপুর হল্ট, টুনিদিঘি, করণদিঘি এবং ডালখোলা। এই বৃহৎ প্রকল্পে ১৩টি বড় সেতু, ৬টি রেল ওভারব্রিজ (আরওবি), ৯৭টি ছোট সেতু এবং ৩২টি আরইউবি অন্তর্ভুক্ত রয়েছে।