খুন না আত্মহত্যা? ছাদ থেকে পড়ে মৃত্যু শহরের নামী শিল্পপতির স্ত্রী, তদন্তে লালবাজার

গত ৭ ফেব্রুয়ারি কুশল-রসিকার বিয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল। তারপরেই ১৬ তারিখ ছাদ থেকে পড়ে মারা যান রসিকা।

খুন না আত্মহত্যা? ছাদ থেকে পড়ে মৃত্যু শহরের নামী শিল্পপতির স্ত্রী, তদন্তে লালবাজার
বিয়ের দিনে রসিকা, ছবি: ফেসবুক
Follow Us:
| Updated on: Mar 03, 2021 | 9:49 PM

কলকাতা: শহরের নামী শিল্পপতির বাড়িতে রহস্য মৃত্যু (Suspicious Death) বধূর। গত ১৬ ফেব্রুয়ারি, আলিপুরে (Alipur) শ্বশুরবাড়ির ছাদ থেকে পড়ে মারা যান রসিকা জৈন (Rashika Jain)। রসিকার মৃত্যুকে স্বাভাবিক বলে মনে করছেন না জৈন পরিবার। তাঁদের পরিবারের অভিযোগ, রসিকাকে আত্মহত্যায় (Suicide) প্ররোচনা দেওয়া হয়েছে বা খুন করা হয়েছে।

রসিকার পরিবারের তরফে জানা গিয়েছে, এক বছর আগে কুশল আগরওয়ালের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় রসিকার। কিন্তু বিয়ের পর স্বস্তি পায়নি মেয়ে। অভিযোগ, চলত মানসিক ও শারীরিক অত্যাচার। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে মানসিক অবসাদে ভুগছিলেন রসিকা। গত ১৬ ফেব্রুয়ারি বাড়ির ছাদ থেকে পড়ে যান রসিকা। ১৭ ফেব্রুয়ারি রসিকার পরিবারকে খবর দেওয়া হয়।

পরিবারের অভিযোগ, কুশলের সঙ্গে সুখী ছিলেন না রসিকা। গত বছর সম্বন্ধ করেই তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই কুশল নেশা করা শুরু করেন। এছাড়াও একাধিক মহিলার সঙ্গে তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্কও ছিল। এই নিয়ে প্রতিবাদ করলেই রসিকার উপর চলত মানসিক ও শারীরিক নির্যাতন। মানসিক অবসাদে ভুগছিলেন রসিকা।

আরও পড়ুন: ধর্ষণ, খুন, অপহরণ… অপরাধে কোথায় দাঁড়িয়ে বাংলা? বাকিরা কোথায়?

গত ৭ ফেব্রুয়ারি কুশল-রসিকার বিয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল। তারপরেই ১৬ তারিখ ছাদ থেকে পড়ে মারা যান (Suspicious Death) রসিকা। কিন্তু তাঁর মৃত্যুর খবর ১৭ ফেব্রুয়ারি জানতে পারেন জৈন পরিবার। তাঁদের অভিযোগ রসিকা আত্মহত্যা (Suicide) করেননি। তাঁকে খুন করা হয়েছে বা আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে।

যদিও, এই মৃত্যু প্রসঙ্গে মুখ খোলেননি আগরওয়াল পরিবার। এমনকী, তাঁদের বাড়িতেও পাওয়া যায়নি। বাড়িতে কেবল কেয়ারটেকার রয়েছে বলেই জানা গিয়েছে। মৃ্তার পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের আগে ‘ঋণমুক্ত’ হতে মরিয়া বিধায়করা, হুড়োহুড়ি চলছে বিধানসভায়

পুলিশ সূত্রে খবর, রসিকার মৃ্ত্যু নিয়ে রহস্য ক্রমেই দানা বাঁধছে। আগরওয়াল পরিবারের কাউকেই এখনও পাওয়া যায়নি। স্থানীয়রাও রসিকার মৃত্যু নিয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলেই মনে করছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, প্রশ্ন উঠছে জৈন পরিবারের পদক্ষেপকে কেন্দ্র করেও। ঘটনার এতদিন পর রসিকা মৃত্যু নিয়ে কেন এত তৎপর পরিবার বা এর পেছনে আর কোনও জটিল উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখছে লালবাজার।