ধর্ষণ, খুন, অপহরণ… অপরাধে কোথায় দাঁড়িয়ে বাংলা? বাকিরা কোথায়?
ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর তথ্য থেকে দেখে নেওয়া যাক, বিভিন্ন রাজ্যের অপরাধের পরিসংখ্যান।
কলকাতা: নীলবাড়ির দখল নিতে মরিয়া পদ্ম শিবির। বিধানসভা ভোটের আগে প্রচারে আসছেন একের পর এক কেন্দ্রীয় নেতা। মঙ্গলবারই মালদার গাজোলে সভা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন যোগী। প্রশ্ন তুলেছেন নারী সুরক্ষা নিয়েও। বিজেপি জিতলে বাংলা থেকে অরাজকতা দূর হবে, এই প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
২ মে ভোট গণনার পর বঙ্গে সরকার গড়বে বিজেপি, আর তৃণমূল ও কমিউনিস্টদের নামে অরাজকতা সৃষ্টিকারী গুন্ডারা প্রাণের ভয়ে ঘুরবে, এই হুঁশিয়ারিও দিয়েছেন যোগী আদিত্যনাথ। যোগীর এই মন্তব্যের পর জোর চর্চায় আইন শৃঙ্খলা। ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর (NCRB) তথ্য থেকে দেখে নেওয়া যাক, বিভিন্ন রাজ্যের অপরাধের পরিসংখ্যান।
এনসিআরবি তথ্য বলছে, ২০১৯ সালে পশ্চিমবঙ্গে মোট ভারতীয় দণ্ডবিধিতে অপরাধের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ১৬০। উত্তর প্রদেশে মোট মামলা ৩ লক্ষ ৫৩ হাজার ১৩১, দিল্লিতে ২ লক্ষ ৯৯ হাজার ৪৭৫, অসমে ১ লক্ষ ২৩ হাজার ৫১২, মধ্য প্রদেশে ২ লক্ষ ৪৬ হাজার ৪৭০।
ধর্ষণ: ২০১৯ সালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে ধর্ষণের মামলা দায়ের হয়েছে ১,০৬৯টি, উত্তর প্রদেশে ৩১৩১টি, দিল্লিতে ১,২৫৩,অসমে ১,৭৯১, মধ্য প্রদেশে ২,৪৯০।
শ্লীলতাহানি: ২০১৯ সালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে ১,৮৩৭টি শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে, উত্তর প্রদেশে ৪,৬২৫, দিল্লিতে ১,১১৩, অসমে ২,১৪৬, মধ্য প্রদেশে ৩,১১৫।
অপহরণ: পশ্চিমবঙ্গে ৫,১৯৭, উত্তর প্রদেশে ১৬,৫৯০,দিল্লিতে ৫,৯০১, অসমে ৯,৪৩২,মধ্য প্রদেশে ৯,৮১২।
পণ: পশ্চিমবঙ্গে ৭, উত্তর প্রদেশে ৩,৮৩৩, দিল্লিতে ২৬, অসমে ১,৩৭৮, মধ্য প্রদেশে ৫৯।
চুরি: পশ্চিমবঙ্গে ১৩,৭৫৩, উত্তর প্রদেশে ৫১,৬৫৮, দিল্লিতে ২,৪৭,৬১২, অসমে ১৬,৬০৮, মধ্য প্রদেশে ২৯,৩৫৫।
মানব পাচার: পশ্চিমবঙ্গে ৬৭, উত্তর প্রদেশে ১৬, দিল্লিতে ৪৩৬, অসমে ২৪৩, মধ্য প্রদেশে ১৪৪।
পকসো: পশ্চিমবঙ্গে ২,২৪৬, উত্তর প্রদেশে ৭,৫৭০,দিল্লিতে ১,৬১১, অসমে ১,৮১৭, মধ্য প্রদেশে ৬,০৬৫।
বেআইনি অস্ত্র: পশ্চিমবঙ্গে ১,৬৯৫, উত্তর প্রদেশে ৩৩,০১৩,দিল্লিতে ৩,০১৯,অসমে ৩০৪ মধ্য প্রদেশে ১৫,৩৩৬।
২০১৯ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় মোট খুন হয়েছে ৫৫ জনের। লখনউতে ৭৫, দিল্লি শহরে ৫০৫, ইন্দোরে ৫৭।
আরও পড়ুন: অবিলম্বে সরাতে হবে সমস্ত সরকারি বিজ্ঞাপনের ছবি, নির্দেশ কমিশনের