AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Careers: বিনা খরচে আইটিআই প্রশিক্ষণ, মাসে ৭ হাজার টাকাও দেবে বিদ্যুৎ উন্নয়ন নিগম

Careers: প্রশিক্ষণ চলাকালীন যুবক-যুবতীরা ৬ হাজার টাকা করে ভাতা পাবেন। সঙ্গে যাতায়াত খরচ হিসাবে দেওয়া হবে ১ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে প্রত্যেকে শংসাপত্রও পাবেন। প্রশিক্ষণের অভিজ্ঞতার এই শংসাপত্র দেখিয়ে ভবিষ্যতে চাকরির আবেদনও করতে পারবেন তাঁরা।

Careers: বিনা খরচে আইটিআই প্রশিক্ষণ, মাসে ৭ হাজার টাকাও দেবে বিদ্যুৎ উন্নয়ন নিগম
ডব্লিউবিপিডিসিএলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 6:44 PM
Share

কলকাতা: রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের জন্য নিখরচায় আইটিআই প্রশিক্ষণের ব্যবস্থা করল ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBPDCL)। ডব্লিউবিপিডিসিএল তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে এই কর্মসূচি নিয়েছে। শুক্রবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, প্রথম পর্যায়ে ২১৬ জনকে এই আইটিআই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণকালে ভাতাও পাবেন প্রশিক্ষণরতরা।

প্রশিক্ষণ চলাকালীন যুবক-যুবতীরা ৬ হাজার টাকা করে ভাতা পাবেন। সঙ্গে যাতায়াত খরচ হিসাবে দেওয়া হবে ১ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে প্রত্যেকে শংসাপত্রও পাবেন। প্রশিক্ষণের অভিজ্ঞতার এই শংসাপত্র দেখিয়ে ভবিষ্যতে চাকরির আবেদনও করতে পারবেন তাঁরা।

প্রাথমিকভাবে আইটিআই সিউড়ি এবং আইটিআই বহরমপুরকে (বক্রেশ্বর এবং সাগরদিঘি পাওয়ার প্ল্যানের কাছাকাছি) প্রশিক্ষণের স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই পর্যায়ে সহকারী ইলেকট্রিশিয়ান নির্মাণ, ফিটার যান্ত্রিক সমাবেশ, সহকারী ইলেকট্রিশিয়ান – ঘরোয়া সমাধান, সহকারী সার্ভেয়ার, ইনস্টলেশন মেরামত ও রক্ষণাবেক্ষণ, আসবাবপত্র এবং ফিটিং-সহ মোট আটটি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে।

তার জন্য পৃথক একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে। যার মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রথম ব্যাচ যদিও শুরু হচ্ছে আইটিআই সিউড়িতে। ২১৬ জনের এই প্রশিক্ষণ প্রার্থীদের মধ্যে ১৫৬ জন ফিটার মেকানিক্যাল অ্যাসেম্বলি কোর্স এবং ৬০ জন সহকারী ইলেকট্রিশিয়ান নির্মাণে প্রশিক্ষণ নেবেন। পরের ব্যাচটি অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে আইটিআই বহরমপুরে শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে ডব্লিউপিডিসিএলের তরফে জানিয়েছেন চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর পিবি সেলিম।