Hanskhali Minor Assault: হাঁসখালির মন্তব্য ‘অনভিপ্রেত’, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিশিষ্টজনদের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 15, 2022 | 9:49 PM

Kolkata : এর পাশাপাশি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সরকারি মঞ্চ থেকে হাঁসখালির ঘটনা প্রসঙ্গে যে মন্তব্য করেছিলেন, সেই প্রসঙ্গও উঠে এসেছে বিশিষ্টজনদের লেখা খোলা চিঠিতে। সেখানে তাঁরা লিখেছেন, 'মুখ্যমন্ত্রীর মৌখিক অনভিপ্রেত মন্তব্যে আমরা বিস্মিত।'

Hanskhali Minor Assault: হাঁসখালির মন্তব্য অনভিপ্রেত, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিশিষ্টজনদের
মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

Follow Us

কলকাতা : এবার হাঁসখালির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি শহরের বিশিষ্টজনদের। যদিও ওই চিঠির সঙ্গে কোন কোন বিশিষ্টজনের নাম রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে ওই চিঠির সহ্গে বোলান গঙ্গোপাধ্য়ায়, কৌশিক সেন ও নাট্যকার বিভাস চক্রবর্তীর নাম রয়েছে। চিঠিতে তাঁরা লিখেছেন, হাঁসখালির নাবালিকাকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় নাগরিক হিসেবে তাঁরা বিচলিত। রাজ্যে বাড়তে থাকা নারী নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। চিঠিতে তাঁরা লিখেছেন, ওই একই দিনে আরও পাঁচটি ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। চিঠিতে উঠে এসেছে আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রসঙ্গও। এর পাশাপাশি রাজ্যের মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ওই চিঠিতে।

এর পাশাপাশি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সরকারি মঞ্চ থেকে হাঁসখালির ঘটনা প্রসঙ্গে যে মন্তব্য করেছিলেন, সেই প্রসঙ্গও উঠে এসেছে বিশিষ্টজনদের লেখা খোলা চিঠিতে। সেখানে তাঁরা লিখেছেন, মুখ্যমন্ত্রীর মৌখিক অনভিপ্রেত মন্তব্যে আমরা বিস্মিত। মুখ্যমন্ত্রীরর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁসখালি নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা কার্যত শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। হাঁসখালির নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। সরাসরি কেউ কিছু না বললেও মুখ্যমন্ত্রীর মন্তব্যে অনেক তৃণমূল নেতাই অস্বস্তিতে পড়েছিলেন। তাই ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় তৃণমূল শিবিরকে।

ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, তিনি তিন মেয়ের বাবা। সম্প্রতি রাজ্যে যে খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে তা ‘অনভিপ্রেত ও বেদনাদায়ক’ বলেও মন্তব্য করেছিলেন তিনি। আবার সৌগত রায়কে বলতে শোনা যায়, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য়ে একটি ধর্ষণের ঘটনাও লজ্জার। হাঁসখালির ঘটনায় রাজ্যের আইন – শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মমতার সরকারের উপর আরও চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এরই মধ্যে মমতাকে পাঠানো বিশিষ্টজনদের খোলা চিঠি রাজ্যের চাপ আরও কিছুটা বাড়িয়ে দিল বলেই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।

আরও পড়ুন : Baidyanath Chakraborty passes away: ৯৪ বছরে চলে গেলেন টেস্ট টিউব বেবি গবেষণার জনক বৈদ্যনাথ চক্রবর্তী, শোক বার্তা মুখ্যমন্ত্রীর

Next Article