Weather Update: বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়েছে নিম্নচাপ, রোদ ঝলমলে আকাশের ফাঁকেই ঘনাচ্ছে দুর্যোগের মেঘ
Weather Update: শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়াতে। একই পূর্বাভাস কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।

কলকাতা: সকাল থেকে কলকাতার আকাশে রোদের দেখা মিললেও হাওয়া অফিসের পূর্বাভাস কিন্তু বলছে অন্য কথা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়েছে নিম্নচাপ। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। দ্রুত এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টায় এটির শক্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। শক্তি বাড়িয়ে এটি বাংলা পার করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। ফলে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে ও ঝাড়খণ্ডে।
শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়াতে। একই পূর্বাভাস কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। রবিবারও দেখা যেতে পারে একই ছবি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। সোমবারই বৃষ্টি পেতে পারে বাংলার সব জেলা। তবে অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
খানিক একই ছবি দেখা যেতে পারে মঙ্গলবারও। পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির ছবি দেখা যেতে পারে। এদিকে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮২ থেকে ৯২ শতাংশের আশপাশে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
