Jadavpur University: রাজ্য সরকার টাকা না দেওয়ায় বড় সুযোগ হাতছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, দাবি কেন্দ্রের

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 12, 2025 | 11:47 PM

Jadavpur University: সুকান্তর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার যাদবপুরের জন্য বাজেট কমিয়ে ১,১০৫ কোটি করে দেয়, পরে তা আরও কমিয়ে মাত্র ৬০৬ কোটি করে দেয়।

Jadavpur University: রাজ্য সরকার টাকা না দেওয়ায় বড় সুযোগ হাতছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, দাবি কেন্দ্রের
যাদবপুর বিশ্ববিদ্যালয়
Image Credit source: ফাইল চিত্র

Follow Us

কলকাতা: সম্প্রতি শিক্ষামন্ত্রীকে বিক্ষোভ হওয়ার পর নতুন করে শিরোনামে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতার জেরেই ‘ইন্সটিটিউট অব এমিন্যান্স’ বা উৎকর্ষ কেন্দ্রের তকমা পায়নি জেইউ।

বুধবার রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য প্রশ্ন করেছিলেন, কেন তালিকায় থাকার পরও উৎকর্ষকেন্দ্র হতে পারল না যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত। সেই প্রশ্নোত্তর এদিন এক্স মাধ্যমে পোস্ট করেছেন সুকান্ত।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অফ এমিনেন্স (IoE) মর্যাদা অর্জনের তালিকায় ছিল। সেই মতো তহবিলও দেওয়া হত বিশ্ববিদ্যালয়কে। প্রাথমিকভাবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩২৯৯ কোটি টাকার বাজেটের একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকার নিজের ভাগের ১০০০ কোটি পর্যন্ত তহবিল দিতে রাজি ছিল, কিন্তু রাজ্য সরকার তার অংশ না দেওয়ায় যাদবপুরের সেই সুযোগ হাতছাড়া হয় বলে দাবি কেন্দ্রের।

সুকান্তর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার যাদবপুরের জন্য বাজেট কমিয়ে ১,১০৫ কোটি করে দেয়, পরে তা আরও কমিয়ে মাত্র ৬০৬ কোটি করে দেয়। বিশ্ববিদ্যালয়টিকে নিজস্বভাবে তহবিলের ২৫ শতাংশ সংগ্রহ করতে হত। এই পরিস্থিতিতেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং ক্ষমতাপ্রাপ্ত বিশেষজ্ঞ কমিটি (ইইসি) এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ওই তালিকা থেকে বাদ দিতে বাধ্য হয়।

সুকান্তর অভিযোগ, এর ফলে পড়ুয়ারা তো বটেই সার্বিকভাবে বাংলার শিক্ষাব‍্যবস্থার ক্ষতি হল। তাঁর দাবি, রাজ্য সরকারের দূরদর্শিতা এবং প্রতিশ্রুতির অভাব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো তার সেরা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটিকে সমর্থন করার পরিবর্তে একটি সুবর্ণ সুযোগ নষ্ট করেছে।