JU: ছাত্রীমৃত্যুতে নড়ল টনক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলের পাড়ে বসবে ফেন্সিং

Jadavpur University: যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে মদের আসর বসার অভিযোগও উঠেছে। যার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফের এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, ক্যাম্পাসের মধ্যে মাদক সেবন নিষিদ্ধ। ধরা পড়লে আইনানুযায়ী পদক্ষেপ করা হবে। ক্যাম্পাসের মধ্যে ঝোপঝাড়ের আড়ালে মদের আসর বসে বলে অভিযোগ। সেজন্য ঝোপঝাড় পরিষ্কারে টেন্ডার ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

JU: ছাত্রীমৃত্যুতে নড়ল টনক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলের পাড়ে বসবে ফেন্সিং
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঝিলের পাড় পরিষ্কার করা হচ্ছেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 20, 2025 | 5:34 PM

কলকাতা: ঝিলে পড়ে ছাত্রীর মৃত্যু। যে ঘটনা ঘিরে শোরগোল পড়েছে। নড়েচড়ে বসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার ওই ঝিলের পাড় সংস্কারের কাজ শুরু করল তারা। ঝিলের পাড়ের ঝোপঝাড় কেটে ফেলা হচ্ছে। ঝিলের ধারে গিয়ে কেউ যাতে অসাবধানতাবশত জলে পড়ে না যান, সেজন্য বসানো হবে উঁচু ফেন্সিংও।

গত ১১ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট লাগোয়া ঝিল থেকে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার হয়। বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। অসাবধানতাবশত তিনি ঝিলের জলে পড়ে যান নাকি তাঁকে ঠেলে ফেলা হয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মৃত ছাত্রীর পরিবার খুনের অভিযোগ করেছে। অনামিকার বাবার অভিযোগ, তাঁর মেয়েকে ঝিলের জলে ঠেলে ফেলা হয়েছে।

আবার ওই ঘটনার পর যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে মদের আসর বসার অভিযোগও উঠেছে। যার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফের এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, ক্যাম্পাসের মধ্যে মাদক সেবন নিষিদ্ধ। ধরা পড়লে আইনানুযায়ী পদক্ষেপ করা হবে। ক্যাম্পাসের মধ্যে ঝোপঝাড়ের আড়ালে মদের আসর বসে বলে অভিযোগ। সেজন্য ঝোপঝাড় পরিষ্কারে টেন্ডার ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২২ সেপ্টেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষদিন। তারপর পুরো ক্যাম্পাসের ঝোপঝাড় পরিষ্কারের কাজ শুরু হবে।

তার আগে ঝিলের পাড় পরিষ্কারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ঝিলের পাড়ে ঝোপঝাড় পরিষ্কার করছেন শ্রমিকরা। এরপর দুর্ঘটনা এড়াতে ঝিলের পাড়ে উঁচু ফেন্সিংও বসানো হবে।