JU: যাদবপুরে ঝোপঝাড় পরিষ্কারে টেন্ডার ডাকল কর্তৃপক্ষ, CCTV-তে এখনও আপত্তি পড়ুয়াদের
Jadavpur University: গত ১১ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট লাগোয়া ঝিল থেকে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার হয়। বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে মদের আসর বসেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠে।

কলকাতা: ঝিলে পড়ে ছাত্রীর মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্ত ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে ক্যাম্পাসে মাদক সেবন নিয়েও অনেকেই সরব হয়েছেন। অভিযোগ, ক্যাম্পাসের ঝোপঝাড়ে মদের আসর বসে। বিশ্ববিদ্যালয়ের অন্দরে মাদক সেবন নিষিদ্ধ বলে নির্দেশিকা জারি করে কর্তৃপক্ষ। এবার বিশ্ববিদ্যালয় চত্বরে ঝোপঝাড় কাটতে উদ্যোগ নেওয়া হল। বিশ্ববিদ্যালয়ে আবর্জনা পরিষ্কার করতে টেন্ডার ডাকল কর্তৃপক্ষ। এদিকে, ক্যাম্পাসে সিসিটিভি বসানো নিয়ে এখনও আপত্তি রয়েছে পড়ুয়াদের একাংশের।
যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন জায়গায় ঝোপঝাড় রয়েছে। রয়েছে আবর্জনার স্তূপ। ঝোপঝাড়ের আড়ালে মদের আসর বসে অভিযোগ। সেইসব ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার করতেই টেন্ডার ডাকা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষদিন। তারপর কাজ শুরু হবে।
গত ১১ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট লাগোয়া ঝিল থেকে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার হয়। বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে মদের আসর বসেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠে। ঝোপঝাড়ের আড়ালে মদের আসর যাতে না বসতে পারে, তার জন্য যেমন উদ্যোগ নেওয়া হল, তেমনই পড়ুয়াদের নজর রাখতেও পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার থেকে প্রফেসররা ছাত্রদের বিষয়ে খেয়াল রাখবেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একজন প্রফেসর ২০ জন পড়ুয়ার খেয়াল রাখবেন। তাঁরা বিপথে চালিত হচ্ছেন কি না, সেদিকে নজর রাখবেন।
এদিকে, ছাত্রীমৃত্যুর ঘটনার পরও সিসিটিভি বসানোতে আপত্তি রয়েছে যাদবপুরের পড়ুয়াদের একাংশের। নজরদারি শব্দে তাঁদের আপত্তি। তাঁদের বক্তব্য, নজরদারির জন্য সিসিটিভি বসানো যাবে না। তা ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ। যাদবপুরের গেট ছাড়া আর কোথাও সিসিটিভি নেই। যাদবপুরের পড়ুয়াদের জিবিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পড়ুয়াদের সঙ্গে কথা না বলে সিসিটিভি লাগানো যাবে না। আগামিকাল বেলা আড়াইটেয় মিছিলের ডাক দিয়েছেন পড়ুয়ারা।
