Jadavpur University: কবে থেকে ক্লাস শুরু হচ্ছে? কারা প্রথমে আসছেন? আজই সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Jadavpur University: আপাতত বিশ্ববিদ্যালয় সূত্রে যা খবর মিলছে, তাতে ১৬ নভেম্বর থেকেই অফলাইন ক্লাস শুরু হতে পারে। থাকবে ব্লেনডেড মোডের সুবিধা।

Jadavpur University: কবে থেকে ক্লাস শুরু হচ্ছে? কারা প্রথমে আসছেন? আজই সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
যাদবপুর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2021 | 4:02 PM

কলকাতা: ক্লাস শুরু করার বিষয়ে তত্পরতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। আজ, মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্টেক হোল্ডার মিটিং হবে। ক্যাম্পাস খোলা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে আজই। এর আগে ২ নভেম্বর স্টেক হোল্ডার মিটিং হয়েছিল।

আপাতত বিশ্ববিদ্যালয় সূত্রে যা খবর মিলছে, তাতে ১৬ নভেম্বর থেকেই অফলাইন ক্লাস শুরু হতে পারে। থাকবে ব্লেনডেড মোডের সুবিধা। কেউ চাইলে অনলাইনেও ক্লাস করতে পারেন। সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ আগে আসবে। কোন বিভাগের কোন সেমিস্টার আগে আসবে তা ঠিক করবে সংশ্লিষ্ট বিভাগ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই অফলাইন ক্লাস শুরুর নির্দেশিকা জারি করেছে বিশ্বভারতী (Viswa Bharati University) কর্তৃপক্ষ। সব পড়ুয়াদের জন্য নয়, শুধুমাত্র স্নাতক ও স্নাতকোত্তর অন্তিম সিমেস্টার, এম ফিলের সমস্ত পড়ুয়া এবং পাঠভবন ও শিক্ষাসত্রের দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যই প্রাথমিক ভাবে এই নির্দেশিকা জারি হয়েছে।

১ ডিসেম্বর থেকে এই পড়ুয়াদের অফলাইন ক্লাস শুরু হবে। আবাসিক ও স্থানীয় সব পড়ুয়ারাই এই অফলাইন ক্লাসে অংশগ্রহণের সুযোগ পেলেও এখনই হস্টেল খোলা হচ্ছে না বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়। আবাসিক পড়ুয়ারা চাইলে সাময়িক ভাবে ক্যাম্পাসের আশেপাশে নিজেদের থাকার ব্যবস্থা করে নিতে পারে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, যে সকল পড়ুয়াদের দুটি টিকার শংসাপত্র আছে, শুধুমাত্র তারাই অফলাইন ক্লাস করার ছাড়পত্র পাবে।

বিভিন্ন ভবনের অধ্যক্ষ, প্রক্টর, ডিন ও অন্যান্য আধিকারিকদের নিয়ে আয়োজিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ক্লাস শুরুর পরেও বেশ কিছু সমস্যা থেকেই যাচ্ছে বলে জানান বৈঠকে উপস্থিত এক অধ্যাপক। সমস্ত ছাত্রাবাস ও ছাত্রীনিবাসগুলি নিরীক্ষণের পর প্রচুর ক্ষতির ছবি উঠে এসেছে বলে জানা গিয়েছে। উই-এর আক্রমণে ঘরের দরজা, জানলা থেকে শুরু করে জলের পাইপ পর্যন্ত সবই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যা সারিয়ে তুলতে অনেকটা সময় এবং অনেকটা অর্থের প্রয়োজন বলে জানা গেছে। ওই অধ্যাপক জানান, সমস্ত হস্টেলগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আগামী বছরের মে মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে যেসব পড়ুয়াদের অফলাইন ক্লাস শুরু হচ্ছে, তারা যাতে জানুয়ারি মাসের মধ্যেই হস্টেলে ঢুকতে পারে, সেই চেষ্টা শুরু হয়ে গেছে।

তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ধাপে ধাপে খোলার কথা ভাবছে। এম টেক ও গবেষকদের আগে আনা হবে। ইউজির ক্ষেত্রে ফাইনাল ইয়ারের পড়ুয়াদের আনার ক্ষেত্রে তেমন ইঙ্গিত নেই। অফলাইন অনলাইন মোডে পরিস্থিতি বুঝে ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন শুরু হবে স্কুলে। এবার রাজ্য সরকারের তরফে স্কুলের সময়সীমা ধার্য করা হয়েছে। রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে সকাল ১০ টা থেকে। চলবে ৩:৩০ পর্যন্ত। ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছতে হবে ৯:৩০ টার মধ্যে। দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১১ টা থেকে। চলবে ৪:৩০ পর্যন্ত।

আরও পড়ুন: Alapan Bandyopadhyay: মেডিক্যাল কলেজের এক চিকিৎসক খুনের হুমকি চিঠি পাঠিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে! বড় ‘ব্রেক থ্রু’ পুলিশের