পশ্চিমবঙ্গ সরকারের ভালও কাজও আছে, TV9 নেটওয়ার্কের কনক্লেভে জানালেন রাজ্যপাল ধনখড়

সামনেই একুশের বিধানসভা নির্বাচন। তার আগে পশ্চিমবঙ্গের আর্থ-সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রের নানা দিক নিয়ে আলোচনায় TV9 নেটওয়ার্ক আয়োজন করেছে কনক্লেভের।

পশ্চিমবঙ্গ সরকারের ভালও কাজও আছে, TV9 নেটওয়ার্কের কনক্লেভে জানালেন রাজ্যপাল ধনখড়
TV9-এর কনক্লেভে জগদীপ ধনখড়।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2021 | 12:29 PM

কলকাতা: বেশিরভাগ সময়ই রাজ্য সরকারের কঠোর সমালোচনা শোনা যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের মুখে। কিন্তু কখনও কি পশ্চিমবঙ্গ সরকারের কোনও ভাল দিকও তাঁর নজরে পড়েছে? TV9-এর What Bengal Thinks Today Conclave-এ রাজ্যপাল ধনখড়ের কাছে এমনই প্রশ্ন রেখেছিলেন TV9-এর সিইও শ্রী বরুণ দাস। সে প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, “যখন আমি বিশ্ব বাংলা কেন্দ্রে গিয়ে সেখানকার অসামান্য পরিকাঠামো দেখেছি আমি মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছি, ‘আপনি খুব সুন্দর পরিকাঠামো তৈরি করেছেন’। কত দেশের মানুষ এখানে আসছেন। আমি যখন উত্তরবঙ্গ যাওয়ার সময় অসাধারণ রাস্তা পেয়েছি, সে কথাও ওনাকে জানিয়েছি। তবে আমি এও জানতে চেয়েছি বাংলার বিজনেস সামিটের কী হল? পিএম কিষাণের টাকা কৃষকরা কেন পাননি?”

আরও পড়ুন: What Bengal Thinks Today LIVE: ভোটটা চ্যালেঞ্জ নয়, মত তৃণমূলের স্নেহাশিস চক্রবর্তীর

জয় শ্রী রাম ধ্বনি প্রসঙ্গে ধনখড়ের প্রতিক্রিয়া

সবকিছু নিয়েই রাজনীতি করাটা ঠিক নয়। কিন্তু গত ২৩ জানুয়ারি নেতাজি স্মরণ অনুষ্ঠানে জয় শ্রী রাম ধ্বনি ওঠা নিয়ে কী মনে করেন ধনখড়? তাঁর প্রতিক্রিয়া, নেতাজীর ১২৫তম জন্মজয়ন্তী ছিল। আমার নজর শুধু সেদিকেই ছিল।

বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক ও রাজ্যপাল

জগদীপ ধনখড় বলেন, আমার মনে হয় না রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে কোনও বিভেদ থাকা উচিৎ। এটা মানুষের জন্য মারাত্মক হয়। বাংলায় যখন আমি দেখি ৭০ লক্ষের বেশি কৃষক পিএম কিষাণের সুবিধা পাননি, খারাপ লাগে। আমি সবরকম চেষ্টা করেছি।

এ রাজ্যে জরুরি অবস্থার মতো পরিস্থিতি, দাবি ধনখড়ের

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রতি উষ্মা প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, এ রাজ্যে জরুরি পরিস্থিতির মতো অবস্থা। একটা ভয়ের আবহ। এখানে ভোট হলেই অশান্তি হয়। পঞ্চায়েত ভোট, ২০১৯ সালের লোকসভা ভোটে আমরা একই ছবি দেখেছি। একইসঙ্গে রাজ্যপালের সংযোজন, এবার নির্বাচনে যাতে কোনও হিংসা না হয় তার জন্য সবরকম ব্যবস্থা নিতে হবে। এই ভোটে নজির তৈরি করতে হবে।