Justice Abhijit Gangopadhyay: ‘চাকরিপ্রার্থীরা তো ভগবান বলেন, তাহলে এবার?’, শুনে কী বললেন বিচারপতি গাঙ্গুলি
Justice Abhijit Gangopadhyay: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "ভগবান তো ইমোশনালি বলেন। বাঙালি ইমোশনেই চলে এবং সেটা ভাল। ইমোশন আছে বলেই বাংলায় জাতপাত এখনও এতটা প্রকট নয়। তাঁরা এভাবে বলেন বা ভাবেন। আসলে তো কেউ ভগবান নন। কেউ কাজের মধ্যে দিয়ে হয়ত মানুষের পাশে দাঁড়ান। আমি ও চেষ্টা করেছি। চেষ্টা করবও।"
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশ ঝড় তুলেছে। নিয়োগ মামলাগুলিতে তাঁর রায় চাকরিপ্রার্থীদের কাছে রাতারাতি তাঁকে করে তুলেছে ‘ভগবান’। আম-আদমির মসিহা হয়ে উঠেছেন তিনি। সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া, তাঁকে নিয়ে চর্চা আর চর্চা। সেই বিচারপতি আচমকাই রবিবার ঘোষণা করেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন বিচারপতি পদ থেকে। চাকরিপ্রার্থীদের মধ্যে এ খবর কি হতাশা তৈরি করবে না? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া, এগুলো আবেগের প্রকাশ।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এক সাংবাদিক প্রশ্ন করেন, চাকরিপ্রার্থীরা তাঁকে ভগবান বলে মনে করেন। প্রকাশ্য তাঁরা সে কথা বলেছেনও। সেই ‘ভগবান’-এর এভাবে পদত্যাগ, চাকরিপ্রার্থীদের জন্যও তো হতাশার।
তারই জবাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “ভগবান তো ইমোশনালি বলেন। বাঙালি ইমোশনেই চলে এবং সেটা ভাল। ইমোশন আছে বলেই বাংলায় জাতপাত এখনও এতটা প্রকট নয়। তাঁরা এভাবে বলেন বা ভাবেন। আসলে তো কেউ ভগবান নন। কেউ কাজের মধ্যে দিয়ে হয়ত মানুষের পাশে দাঁড়ান। আমি ও চেষ্টা করেছি। চেষ্টা করবও।”