Jogesh Chandra Chaudhuri College: ‘আমি সাব্বির আলি, ছোটবেলা থেকে স্কুলে অঞ্জলি দিয়ে আসছি’, অবশেষে সরস্বতীর মণ্ডপের সামনে ধরা দিলেন যোগেশচন্দ্র কলেজের সেই TMC নেতা

Saraswati puja 2025: রবিবার অরূপ বিশ্বাসের পার্টি অফিসের বাইরে প্যান্ডেল করে পুজো করছে যোগেশ চন্দ্র চৌধুরীর ল কলেজের তৃণমূল ছাত্র-যুবরা। যদিও তাঁদের দাবি, এটা কলেজেরই পুজো। সাধারণ ছাত্র-ছাত্রীদের পুজো। তবে কলেজের পুজো কীভাবে ক্যাম্পাসের বাইরে হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Jogesh Chandra Chaudhuri College: আমি সাব্বির আলি, ছোটবেলা থেকে স্কুলে অঞ্জলি দিয়ে আসছি, অবশেষে সরস্বতীর মণ্ডপের সামনে ধরা দিলেন যোগেশচন্দ্র কলেজের সেই TMC নেতা
সাব্বির আলিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 02, 2025 | 3:31 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ যোগেশচন্দ্রতে সরস্বতী পুজো করতে না দেওয়ার অভিযোগ উঠছিল তৃণমূল যুবনেতা সাব্বির আলির বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল এই সাব্বিরের বিরুদ্ধে। তা নিয়ে জলঘোলা কম হয়নি। হস্তক্ষেপ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট চেয়ে পাঠান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অবশেষে রবিবার দেখা মিলল সাব্বিরের।

রবিবার অরূপ বিশ্বাসের পার্টি অফিসের বাইরে প্যান্ডেল করে পুজো করছে যোগেশ চন্দ্র চৌধুরীর ল কলেজের তৃণমূল ছাত্র-যুবরা। যদিও তাঁদের দাবি, এটা কলেজেরই পুজো। সাধারণ ছাত্র-ছাত্রীদের পুজো। তবে কলেজের পুজো কীভাবে ক্যাম্পাসের বাইরে হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এ দিন এই পুজোতেই সি-গ্রিন রঙা পাঞ্জাবিতে ধরা দিলেন সাব্বির। সাংবাদিকদের সামনে বার্তা দিলেন, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার।

যদিও, ক্যামেরার সামনে বিশেষ কিছু বলতে চাননি এই তৃণমূল নেতা। শুধু বললেন, “আমি সাব্বির আলি। আমি ছোটবেলা থেকে স্কুলে অঞ্জলি দিয়ে আসছি। পুরো পাড়ায় পাড়ায় যাই। তাই এই নিয়ে বেশি কথা বলব না। শুধু বলব শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না।” একই সঙ্গে এও জানালেন, “এটা সাধারণ ছাত্র-ছাত্রীদের পুজো। আমায় ইনভাইট করেছে। তাই এসেছি।” এ দিকে, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে যোগেশচন্দ্র পৌঁছন ব্রাত্য বসু। কলেজ ক্যাম্পাসের ভিতরের পুজো ঘুরে দেখেন তিনি। আর ব্রাত্য ঢুকতেই গোটা ক্যাম্পাস কার্যত স্লোগানে স্লোগানে মুখ হয়। পড়ুয়ারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে শুরু করেন।