Saraswati puja 2025: কলেজ ক্যাম্পাসে নয়, অরূপ বিশ্বাসের পার্টি অফিসের সামনে আয়োজিত যোগেশচন্দ্রের পুজো
Saraswati puja 2025: কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অতনু মণ্ডল বলেন, "যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুমার রায় হলেন বিজেপির দালাল। উনি পুজো করতে দিচ্ছেন না। সেই কারণে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছাত্র-ছাত্রীরা মিলে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ইউনিটের সাহায্যে আমাদের পুজো করছি।"

কলকাতা: ক্যাম্পাসে মিলল না জায়গা। তাই এবার তৃণমূল পার্টি অফিসের সামনে মঞ্চ বেঁধে সরস্বতী পুজোর আয়োজন করল যোগেশ চন্দ্র কলেজ। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ইন্দ্রানী পার্কের অফিসের দালানে হবে পুজো। মঞ্চে থাকবেন ছাত্রনেতা সাব্বির নিজেই। কিন্তু কলেজের চাঁদায় পুজোর আয়োজন বাইরে কীভাবে? উঠছে প্রশ্ন।
কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অতনু মণ্ডল বলেন, “যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুমার রায় হলেন বিজেপির দালাল। উনি পুজো করতে দিচ্ছেন না। সেই কারণে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছাত্র-ছাত্রীরা মিলে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ইউনিটের সাহায্যে আমাদের পুজো করছি। আর একজনের নামে যেভাবে অপ্রচার করা হচ্ছে সেটা বন্ধ করা হোক। রবিবার দুপুর একটার সময় এই অপ্রচারের জবাব পেয়ে যাবেন সকলে।”
উল্লেখ্য, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজো নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্ট নির্দেশ দেয় যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজো ক্যাম্পাসের মধ্যেই হবে। দায়িত্বে থাকবে পুলিশ। কিন্তু নির্দেশের পর দেখা গেল পুজো হচ্ছে রাস্তার উপরে। পড়ুয়াদের অভিযোগ, অধ্যক্ষ কিছুতেই পুজোর অনুমতি দিচ্ছেন না। এক প্রকার বাধ্য হয়েই তারা বাইরে পুজো করছেন।





