করোনার থাবা, এ বছর স্থগিত যাদবপুরের সমাবর্তন

Dec 10, 2020 | 8:59 AM

পড়ুয়ার সংখ্যা বেশি হওয়ায় জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মতো ভার্চুয়াল সমাবর্তন করাও সম্ভব নয় বলে দাবি কর্তৃপক্ষের।

করোনার থাবা, এ বছর স্থগিত যাদবপুরের সমাবর্তন
এ বছর দেখা যাবে না এই দৃশ্য।

Follow Us

পৌলমী রায়: কোভিড-১৯’র কারণে এ বছর সমাবর্তন (Convocation) অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। এক্সিকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ছাত্রছাত্রীদের সার্টিফিকেট দেওয়ার পদ্ধতি চূড়ান্ত হলেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: সঙ্কটজনক বুদ্ধবাবু, সকাল ১০টায় বৈঠকে মেডিক্যাল বোর্ড

রীতি মেনে প্রত্যেক বছর ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সমাবর্তন হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। করোনা পরিস্থিতিতে সেই রীতিতেই এবার ছেদ পড়বে। সাম্মানিক ডিলিট কিংবা ডিএসসি ডিগ্রির জন্য কাউকে আমন্ত্রণ জানানোর পরিস্থিতি নেই। জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মতো ভার্চুয়াল সমাবর্তন করাও অসম্ভব।

এ বিষয়ে উপাচার্য সুরঞ্জন দাস বলেন, “এই পরিস্থিতিতে অনুষ্ঠান করা অসম্ভব। ইসি সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এত ছাত্রছাত্রী যে ভার্চুয়াল করাও অসম্ভব।” বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বর্তমানে ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস বলেন, “বছর তিরিশ আগে একবার সমাবর্তন অনুষ্ঠান বাতিল হয়েছিল পরীক্ষা সংক্রান্ত সমস্যার জেরে। দিন পিছিয়ে স্পেশাল কনভোকেশনও হয়েছে। তবে এবারের পরিস্থিতি একেবারেই বিরল।”

আরও পড়ুন: দলীয় কার্যালয়ে বসবেন না শুভেন্দু! নন্দীগ্রামে নিজস্ব কার্যালয় খুললেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী

গতবার ছাত্র বিক্ষোভের জেরে সমাবর্তনের বিশেষ অনুষ্ঠান পর্বটি বাতিল করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তনের দিন আচার্য জগদীপ ধনখড়ের ক্যাম্পাসে যাওয়া নিয়ে বিস্তর অশান্তি হয়। এরপরই বিশেষ সমাবর্তন অনুষ্ঠানটি বাতিল করা হয়। পরে সাম্মানিক পুরস্কার বিশিষ্টদেরকে কাছে পাঠানো হয়। আর এবার অতিমারির কারণে সামগ্রিক অনুষ্ঠানই বাতিল হল। অপেক্ষা আগামী বছরের।

Next Article