Kunal-Suvendu : কুণালের মানহানির মামলায় শুভেন্দুকে আদালতে হাজিরার নির্দেশ

Kunal-Suvendu : কুণাল ঘোষের মানহানি মামলা নিয়ে এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০ মে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Kunal-Suvendu : কুণালের মানহানির মামলায় শুভেন্দুকে আদালতে হাজিরার নির্দেশ
শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কুণাল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 1:29 PM

কলকাতা : শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই আক্রমণ-পালটা কটাক্ষ চলছে। আবার একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, তাঁকে “বাপের ত্যাজ্যপুত্র” বলে আক্রমণ করেছেন শুভেন্দু । যা মানহানিকর। আজ ১৯ নম্বর মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার শুনানিতে আসেন কুণাল। সেখানে তাঁর বক্তব্য শোনার পর শুভেন্দুকে ২০ মে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক।

২০২০ সালে ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। কাঁথির অধিকারী পরিবারের মেজো ছেলে গেরুয়া শিবিরে যাওয়ার পরই তৃণমূল তাঁকে তীব্র আক্রমণ শুরু করে। পালটা জবাব দেন শুভেন্দুও। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ কাঁথিতে ভোট প্রচারে গিয়ে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণও করেন। শুভেন্দুও আক্রমণ করেন কুণালকে। বিধানসভা নির্বাচনের পরও যা জারি রয়েছে। বিভিন্ন ইস্যুতে পরস্পরকে কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁদের।

এই কথার লড়াইয়ের মধ্যেই শুভেন্দুর একটি মন্তব্যকে মানহানিকর বলে অভিযোগে মামলা করেছেন কুণাল। পৌরসভা নির্বাচনের সময় কাঁথিতে গিয়ে শুভেন্দুকে আক্রমণ করেছিলেন কুণাল । পরে সাংবাদিকরা কুণালের প্রসঙ্গে জিজ্ঞাসা করলে নাম না করে তাঁকে “বাপের ত্যাজ্যপুত্র” বলে কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করেছেন কুণাল। আজ সেই মামলার শুনানিতে ১৯ নম্বর মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আসেন কুণাল। শুনানির শেষে শুভেন্দুকে ২০ মে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারক।

এর আগে শুভেন্দুকে অশালীন ভাষায় আক্রমণের অভিযোগে কাঁথি আদালতে ফৌজদারি মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী। গত বছরের ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবস উপলক্ষে এক সভায় গিয়ে শুভেন্দুকে গদ্দার, বেইমান, মীরজাফর বলে আক্রমণ করেছিলেন কুণাল। তার পরিপ্রেক্ষিতে কুণালের বিরুদ্ধে মামলা করেন শুভেন্দুর ভাই।

আরও পড়ুনCommunal Clash Case in Supreme Court: ‘দেশবিরোধী শক্তি জড়িত থাকতে পারে’, ধর্মীয় অনুষ্ঠানে ‘দাঙ্গা’র নিরপেক্ষ তদন্তের আর্জি সুপ্রিম কোর্টে