Doctor’s On Kolkata Police: ‘স্যর ইস্তফা নিয়ে কী ভাবছেন?’ ডাক্তারদের প্রশ্নে বিনীত গোয়েল বললেন…

Doctor's Protest: এ দিন, লালবাজারের বাইরে এসে চিকি প্রতিনিধি দলের এক সদস্য সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, "আমরা আরজি করের ঘটনায় সিপির পদত্যাগের দাবি রেখেছি। বিনীত গোয়েলের সামনেই ডেপুটেশন পড়া হয়। এরপর আমরা বিস্তারিত ভাবে পয়েন্ট অনুযায়ী আলোচনা করি।"

Doctors On Kolkata Police: স্যর ইস্তফা নিয়ে কী ভাবছেন? ডাক্তারদের প্রশ্নে বিনীত গোয়েল বললেন...
সিপির কাছে ডেপুটেশন জমা দিলেন জুনিয়র ডাক্তাররাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 03, 2024 | 6:44 PM

কলকাতা: ২২ ঘণ্টা পর ২২ জন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার পৌঁছন লালবাজারের ভিতরে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে ভিতরে ঢোকেন ওই ২২ জনের প্রতিনিধি দল। তাঁদের দাবি, সিপিকে তাঁর সামনেই জুনিয়র চিকিৎসকরা পদত্যাগ করার আর্জি জানিয়েছেন। যার উত্তরে বিনীত গোয়েল জানিয়েছেন, নিজের কাজে সন্তুষ্ট তিনি।

এ দিন, লালবাজারের বাইরে এসে চিকি প্রতিনিধি দলের এক সদস্য সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, “আমরা আরজি করের ঘটনায় সিপির পদত্যাগের দাবি রেখেছি। বিনীত গোয়েলের সামনেই ডেপুটেশন পড়া হয়। এরপর আমরা বিস্তারিত ভাবে পয়েন্ট অনুযায়ী আলোচনা করি। স্যর আপনাকে আমরা যা যা জানালাম তার প্রেক্ষিতে ইস্তফা দেওয়া নিয়ে কী ভাবছেন? বিনীত গোয়েল আমাদের জানিয়েছেন, তিনি তাঁর কাজে সন্তুষ্ট তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে, তাঁর কাছে যদি নির্দেশ আসে তিনি পদত্যাগ করবেন।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

এছড়াও চিকিৎসকদের প্রতিনিধি দলের সদস্য বলেন, “সিপি স্বীকার করেন ১২ অগস্ট ও ১৪ অগস্টের ঘটনায় পুলিশের ব্যার্থতা রয়েছে। পরবর্তীকালে ৯ তারিখ কর্ডন অফ করার ঘটনা, তথ্য প্রমাণ নষ্ঠ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি।” এছাড়াও জুনিয়র ডাক্তাররা সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর পুলিশ কমিশনারকে নীল-সবুজ চাদর বদলে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন। তবে সিপি কোনও সদুত্তর দিতে পারেননি। এছাড়াও লাল জামা পরিহিত ব্যক্তি ক্রাইম স্পটে কী করছেন তার উত্তরও সিপি দিতে পারেননি। বিনীত গোয়েল চিকিৎসকদের বলেছেন, “আমি জানি না, চিনি না এদের। কে ডাক্তার আর কে ডাক্তার নয় তা জানি না।” পাল্টা আমরা বলি, “ঘটনার অকুস্থলে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার ছিল। এই সব নিয়েই আলোচনা হয়েছে।”

সিপির কাছে ডেপুটেশন জমা দিলেন জুনিয়র ডাক্তাররা

আন্দোলনরত পড়ুয়াদের কথায়, “যেহেতু সিপি সদুত্তর দিতে পারেননি, তাই আমাদের আন্দোলন যেমন চলছিল তেমনই চলবে। পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন চলবে। এর মধ্যে তৃতীয় যে দাবি, সিপির পদত্যাগ ! সেই দাবিও চলবে।”