Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, ছেড়ে দিন’, সময়ও বেঁধে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Calcutta High Court: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "যাঁরা বেআইনি নিয়োগ পেয়েছেন তাঁদের কাছে আদালতের আবেদন, দুর্নীতি করে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁরা সবাই জানেন। হয়ত টাকা বা অন্য কিছু দিয়ে চাকরি পেয়েছেন। ৯ নভেম্বরের মধ্যে তাঁরা পদত্যাগ করবেন।"

Calcutta High Court: 'যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, ছেড়ে দিন', সময়ও বেঁধে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
কলকাতা হাইকোর্ট।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2022 | 6:50 PM

কলকাতা: দুর্নীতি করে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের উদ্দেশে এবার এক আবেদন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যাঁরা টাকা দিয়ে, বা অন্য কিছুর বিনিময়ে চাকরি পেয়েছেন, তাঁদের নিজে থেকে চাকরি ছাড়ার জন্য আবেদন করলেন বিচারপতি। সঙ্গে এও জানালেন, যাঁরা নিজে থেকে চাকরি ছাড়বেন, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “যাঁরা বেআইনি নিয়োগ পেয়েছেন তাঁদের কাছে আদালতের আবেদন, দুর্নীতি করে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁরা সবাই জানেন। হয়ত টাকা বা অন্য কিছু দিয়ে চাকরি পেয়েছেন। ৯ নভেম্বরের মধ্যে তাঁরা পদত্যাগ করবেন।”

সেই সঙ্গে তাঁর আরও সংযোজন, “এসএসসিতে তাঁরা (যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন) চিঠি পাঠাবেন ৭ নভেম্বরের মধ্যে। স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে এটি বিজ্ঞপ্তি আকারে জারি করবে। এদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। তাঁদের পদ শূন্যপদ হিসেবে দেখা হবে। যদি না পদত্যাগ করেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সরকারি চাকরি আগামী কয়েক বছর পাবেন না।”

উল্লেখ্য, এদিন সিবিআই-এর তরফে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তাত দেখে বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখা গিয়েছে, সাদা খাতাতেও চাকরি পেয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন তাঁর নির্দেশে জানিয়েছেন, এসএলএসটি আরএসএলটি নাম, রোল নম্বর দেখে সিবিআই জানাবে, কারা আদৌ রিকমেন্ডেশন পেয়েছেন। বোর্ড অক্টোবর তৃতীয় সপ্তাহে কমিশনের সঙ্গে একটি বৈঠক করবে। কারা শূন্য পেয়েও চাকরি পেয়েছেন, সেই বিষয়টিও ওই বৈঠকে দেখা হবে।

এর পাশাপাশি সিবিআই-এর ভূমিকারও বেশ প্রশংসা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “এই তদন্তে নিঃশব্দে খুব ভাল কাজ করেছে সিবিআই৷ মাস্টারমাইন্ডকে খুঁজে বের করতে বলব। সমাজের জন্য এই কাজ তারা করবে।” আগামী ১৬ নভেম্বর এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'