Justice Abhijit Ganguly: সরকারের ভূমিকা সঠিক থাকলে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব: বিচারপতি গঙ্গোপাধ্যায়
Justice Abhijit Ganguly: মঙ্গলবারই একটি মামলা চলাকালীন তিনি বলেছেন, ‘টেট হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে।’

কলকাতা: শিক্ষা পর্ষদ যদি ভাল কাজ করে, তাহলে তার প্রশংশা আমি করবই। বুধবার কলকাতা হাইকোর্টে একটু মামলা চলাকালীন এমনটাই বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। সাম্প্রতিক সময়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। প্রাথমিক শিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে বারবার ক্ষোভ প্রকাশ করতে দেখা দিয়েছে তাঁকে। তবে গত রবিবার যে টেট পরীক্ষা হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। আর এবার সেই প্রশংসার ব্যাখ্যা দিসেন বিচারপতি।
বুধবার প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলাকালীন বিচারপতি বলেন, ‘সরকারের ভূমিকা যদি সঠিক থাকে, তবে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব। আবার যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে, তবে তার সমালোচনাও আমি করব। এর পিছনে অন্য কোনও কারণ নেই।’
১১ ডিসেম্বর ছিল প্রাথমিক টেট পরীক্ষা। সেই পরীক্ষার সামগ্রিক ব্যবস্থাপনা দেখে খুশি বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারই একটি মামলা চলাকালীন তিনি বলেছেন, ‘টেট হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে।’
একাধিক মামলায় পর্ষদ বা কমিশনের ভূমিকা নিয়ে বারবার বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পর্ষদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সম্প্রতি তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ঢাকি সহ বিসর্জন কীভাবে দিতে হয়, আমিও জানি।’ এমনকী ২০১৪-র প্রাথমিক টেটের ভিত্তিতে গড়া ২০১৬-র পুরো প্যানেল বাতিল করে দিতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে আদালতে। যাঁদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, তাঁদের চাকরি বাতিল করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। এরই মধ্যে সম্পন্ন হয়েছে টেট পরীক্ষা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সেই পরীক্ষা নেওয়া হয়।
