Calcutta High Court: পঞ্চায়েত মামলার নিষ্পত্তি করতে শনিবার সব CCTV ফুটেজ দেখবেন বিচারপতি সিনহা

Panchayat Election Cases: পঞ্চায়েতে ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স লুঠ বা মারামারি-র মতো অভিযোগ উঠেছিল, সেগুলির নিষ্পত্তি করতেই সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চায় আদালত।

Calcutta High Court: পঞ্চায়েত মামলার নিষ্পত্তি করতে শনিবার সব CCTV ফুটেজ দেখবেন বিচারপতি সিনহা
বিচারপতি সিনহাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 5:21 PM

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের পর প্রায় দেড় মাস কেটে গেলেও একাধিক মামলার নিষ্পত্তি হয়নি এখনও। প্রায় প্রতিনিয়ত চলছে শুনানি। কোথাও ছড়িয়ে থাকা ব্যালট নিয়ে অভিযোগ, কোথাও গণনা কেন্দ্রে গন্ডগোল! এবার সেরকম একগুচ্ছ মামলার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চাইলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী শনিবার ওই সব ফুটেজ দেখবেন বিচারপতি। সোমবার শুনানি চলাকালীন এ কথা জানিয়েছেন তিনি। এদিনও একাধিক পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানি চলছিল তাঁর বেঞ্চে।

যে সব জায়গায় বুথ ও গণনা কেন্দ্রে গন্ডগোল, ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স লুঠ বা মারামারি-র মতো অভিযোগ উঠেছিল, সেগুলির নিষ্পত্তি করতেই সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চায় আদালত। রেজিস্ট্রার জেনারেলের অফিসে সে সব ফুটেজ সংরক্ষিত আছে। বিচারপতি অমৃতা সিনহা সেগুলি এজলাসে হাজির করার নির্দেশ দিয়েছেন। শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্যতিক্রমী ভাবেই সেই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর, শনিবার দিন নির্দিষ্ট করা হয়েছে।

সব পক্ষের আইনজীবীদের উপস্থিতিতেই ওই ফুটেজ দেখতে চান তিনি। বিচারপতির মন্তব্য, বেশ কিছু মামলা আছে যার রায় দিতে হলে ওই সব ফুটেজ দেখা জরুরি। তাই শনিবার বেলা ১১ টা থেকে টানা এই মামলাগুলির জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, এত বেশি মামলায় বিরক্ত হয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ মামলা ছাড়া আর কিছু শোনা হবে না।