Jyotipriya Mallick: পার্থর হাতে থাকত ‘কথামৃত’, জেলে গিয়ে বালুও এবার শরণ নিলেন শ্রীরামকৃষ্ণের
Jyotipriya Mallick: এবার কি আস্তে আস্তে জেল জীবনের সঙ্গে অভ্যস্ত হচ্ছেন তিনি? জেল সূত্রে খবর, প্রথম রাতের তুলনায় দ্বিতীয় দিন অনেকটাই শান্ত বালু। পয়লা বাইশ সেল- এর সাত নম্বর ওয়ার্ডে আপাতত বই পড়ে দিন কাটানোর চেষ্টা করছেন বনমন্ত্রী।
কলকাতা: বারবার বলেছেন তিনি অসুস্থ। তারপরও তাঁর কোনও যুক্তি ধোপে টেকেনি। ইডি হেফাজত শেষ হওয়ার পর রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে। ইতিমধ্যেই ২ রাত জেলে কাটিয়ে ফেলেছেন তৃণমূলের দাপুটে নেতা। এবার কি আস্তে আস্তে জেল জীবনের সঙ্গে অভ্যস্ত হচ্ছেন তিনি? জেল সূত্রে খবর, প্রথম রাতের তুলনায় দ্বিতীয় দিন অনেকটাই শান্ত বালু। পয়লা বাইশ সেল-এর সাত নম্বর ওয়ার্ডে আপাতত বই পড়ে দিন কাটানোর চেষ্টা করছেন বনমন্ত্রী।
জেল সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় দিনই বই পড়ার আগ্রহ প্রকাশ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার দুপুরে তিনি খাওয়াদাওয়া করেন স্বাভাবিক নিয়মে। এরপর তিনি বই পড়ার আগ্রহ প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে বই দেওয়ার ব্যবস্থা করে জেল কর্তৃপক্ষ।
জেলের লাইব্রেরি থেকে বালুকে সেই বই দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দিয়েই খান দুয়েক বই দেওয়া হয়েছে। সারদা দেবী ও রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কিত দুটি বই জ্যোতিপ্রিয়কে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আরও জানা গিয়েছে, প্রথম রাতে একটু কম ঘুম হলেও দ্বিতীয় রাতে মোটামুটি ঘুম ঠিকই হয়েছে বনমন্ত্রীর।
উল্লেখ্য, ২০২২-এর অগস্ট মাসে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে গিয়ে তিনিও বই পড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। রামকৃষ্ণ কথামৃত পড়তে চেয়েছিলেন তিনি। রামকৃষ্ণ দেবের বাণীতে শান্তি খুঁজতে চেয়েছিলেন তিনি। আর এবার সেই রামকৃষ্ণ দেবের কাছেই ‘আশ্রয়’ চাইছেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী জ্যোতিপ্রিয়।