Jyotipriya Mallick: হাইকোর্টে জামিনের আবেদন প্রত্যাহার বালুর, হঠাৎ কী হল?

Shrabanti Saha | Edited By: জয়দীপ দাস

Sep 17, 2024 | 4:48 PM

Jyotipriya Mallick: রেশন ডিলার বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পর থেকেই জ্যোতিপ্রিয়র নাম নিয়ে বেড়েছিল চাপানউতোর। এরইমধ্যে সল্টলেকের দুটি বাড়ির পাশাপাশি বেনিয়াটোলে বালুর বাবার বাড়িতেও যায় ইডি। তার আপ্ত সহায়ককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

Jyotipriya Mallick: হাইকোর্টে জামিনের আবেদন প্রত্যাহার বালুর, হঠাৎ কী হল?
জ্যোতিপ্রিয় মল্লিক।

Follow Us

কলকাতা: হাইকোর্টে জামিনের আবেদন প্রত্যাহার করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, সোমবার নিম্ন আদালতে নতুন করে জামিনের আবেদন করবেন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার কথা চিন্তা করে নতুন নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রেসিডেন্সি জেলের সুপার জ্যোতিপ্রিয়র চিকিৎসার জন্য সমস্তভাবে সাহায্য করবেন। এসেছে এমন নির্দেশ। প্রয়োজনে সরকারি ও বেসরকারি যে কোনও হাসপাতাল থেকেই চিকিৎসা করাতে পারবেন।

সে কারণেই আপাতত উচ্চ আদালতে জামিন মামলা নয়। নিম্ন আদালতে র‍্যাশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর, শঙ্কর আঢ্য জামিন পেয়েছেন। সেই পথে হেঁটে নিম্ন আদালতে যাবেন বালু। এখন দেখার সেখানে জল কোনদিকে গড়ায়। প্রসঙ্গত, গত বছর অক্টোবরে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্য মন্ত্রী। প্রায় ২১ ঘণ্টা একটানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর ভোর রাতে তাঁকে তাঁর বাড়ি থেকে বের করে নিয়ে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। 

এই খবরটিও পড়ুন

রেশন ডিলার বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পর থেকেই জ্যোতিপ্রিয়র নাম নিয়ে বাড়তে থাকে চাপানউতোর। এরইমধ্যে সল্টলেকের দুটি বাড়ির পাশাপাশি বেনিয়াটোলে বালুর বাবার বাড়িতেও যায় ইডি। তার আপ্ত সহায়ককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিকে চলতি বছরের শুরুতে রাজ্যের মন্ত্রিসভা থেকে বাদ পড়েন জ্যোতিপ্রিয়। বনমন্ত্রীর দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তা ছাড়াও পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন বিভাগের দায়িত্বও ছিল তাঁর উপর।

Next Article