Kalbaisakhi: ধেয়ে আসছে কালবৈশাখী, পয়লা বৈশাখে কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Kalbaisakhi: রবিবারে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা থাকছে তিন জেলাতে। তালিকায় পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে।

কলকাতা: পয়লা বৈশাখে তাপপ্রবাহের আশঙ্কা নেই বাংলায়। এমনটাই বলছে আবহাওয়া দফতর। দিনের তাপমাত্রা স্বাভাবিকের আশপাশেই থাকবে। রবিবারের পাশাপাশি সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণবঙ্গের ৯ জেলায় কমলা সতর্কতা জারি। পশ্চিমের তিন জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে।
রবিবারে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা থাকছে তিন জেলাতে। তালিকায় পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। তবে এই জেলাগুলি ছাড়াও কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৮৮ শতাংশের মধ্যে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামী ২৪ ঘণ্টা পর ধীরে ধীরে বদলাবে পরিস্থিতি। সোমবার ও মঙ্গলবার ঝড়-বৃষ্টির কোনও সতর্কতা নেই উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পাহাড়ের উপরের দিকের জেলাগুলিতে।





