Kalitala: মধ্যরাতে শাশুড়িকে ওই পরিস্থিতিতে দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন বউমা, পড়শিরা ঘরে ঢুকে দৃশ্য দেখে বাক্যিহারা… ব্যালকনির এই কোণেই…
Kalitala: প্রতিবেশীরা জানাচ্ছেন, বেবি নামে ওই বৃদ্ধার বউমার চিৎকার শুনেই তাঁরা বাড়ি থেকে বেরিয়েছিলেন। দেখেন বাড়িটি জ্বলছে। প্রাথমিকভাবে প্রতিবেশীরা বাড়ি থেকে জল এনে সেই আগুন নেভানোর চেষ্টা করেন। বাড়ির ভিতরে আটকে পড়েন বেবি।
কলকাতা: রাত তখন ১টা। হঠাৎ করেই এক মহিলার আর্তনাদ শুনতে পান পড়শিরা। বাইরে বেরিয়ে দেখেন, পাশের বাড়িরই বউ। রাস্তায় এসে চিৎকার করছেন… আগুন আগুন। দেখেন, গোটা বাড়িটি দাউ দাউ করে জ্বলছে। ৭/৩ কালীতলা রোড ঠিকানার দোতলা বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু হল এক বৃদ্ধার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বেবি মণ্ডল (৬৫)। আহত হয়েছে দুই শিশুও।
প্রতিবেশীরা জানাচ্ছেন, বেবি নামে ওই বৃদ্ধার বউমার চিৎকার শুনেই তাঁরা বাড়ি থেকে বেরিয়েছিলেন। দেখেন বাড়িটি জ্বলছে। প্রাথমিকভাবে প্রতিবেশীরা বাড়ি থেকে জল এনে সেই আগুন নেভানোর চেষ্টা করেন। বাড়ির ভিতরে আটকে পড়েন বেবি। আশপাশের প্রতিবেশীরা জল দিয়েও আগুন নেভাতে পারেননি।
দমকলে খবর দেওয়া হয়। দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতার কারণে প্রথমে সমস্যার মুখে পড়েন দমকলের কর্মীরা। এরপর আগুন কিছুটা নিয়ন্ত্রণ এলে দমকল কর্মীরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করেন, তখন ওই বৃদ্ধাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।। প্রায় ঘন্টাখানেক পর ঘরের একটি কোণে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধাকে। হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ওই বৃদ্ধার ছেলে দুর্গাপুরে কর্মরত। মায়ের মৃত্যুর খবর পেয়ে সকালে তিনি চলে আসেন। বৃদ্ধার পুত্রবধূ এবং নাতিকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, দমকল এলেও ইঞ্জিন প্রথম এদিকে সঠিকভাবে কাজ করছিল না।। অনেকক্ষণ পর ইঞ্জিন চালু হয়। তবে কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন।