বাবা-কাকার নাম লিখলে গৃহীত হচ্ছে না SIR-এ! প্রশ্ন তুললেন সাংসদ

SIR: বিএলও-দের কাজের চাপ নিয়েও এদিন মুখ খুলেছেন কল্যাণ। তিনি বলেন, "সারাদিন কেন্দ্র ঘুরে দেখেছি। সকাল থেকে বিএলও-রা ফর্ম দিচ্ছে, সংগ্রহ করছে। রাত অবধি আপলোড করতে হচ্ছে। সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। কীভাবে কাজ করবে! অমানবিক বিষয়। এভাবে গণতন্ত্র নষ্ট করা হচ্ছে।"

বাবা-কাকার নাম লিখলে গৃহীত হচ্ছে না SIR-এ! প্রশ্ন তুললেন সাংসদ

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 25, 2025 | 2:50 PM

কলকাতা: এসআইআর নিয়ে শুরু থেকেই আপত্তি আছে তৃণমূলের। দলের শীর্ষ নেতৃত্ব এই ইস্যুতে সুর চড়িয়ে রেখেছে শুরু থেকেই। ইতিমধ্যেই ফর্ম সংগ্রহের পর প্রায় অর্ধেক ডিজিটাইজেশনের কাজও হয়ে গিয়েছে। সেই প্রক্রিয়ার মাঝেই বড় অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আত্মীয়ের নাম নিয়ে সংশয় তৈরি হয়েছে। নিকট আত্মীয়ের নামও কমিশন গ্রহণ করছে না বলে দাবি করেছেন তিনি।

এনুমারেশন ফর্মে আত্মীয়ের নামের একটি জায়গা আছে। সেখানে কার নাম দেওয়া যাবে, তা উল্লেখ করা হয়েছিল গাইডলাইনে। বলা হয়েছিল, বাবার তরফের আত্মীয়, মূলত ঠাকুমা বা ঠাকুরদার নাম উল্লেখ করা হয়েছিল। পরে সেই নিয়মে পরিবর্তন করা হয়েছে। তবে ঠিক কার কার নাম দেওয়ার যাবে তার কোনও উল্লেখ নেই।

শ্রীরামপুরের সাংসদ বলেন, “বাবা-মা বাদে আঙ্কল বা দাদাও আত্মীয়। সেই নাম গ্রহণ করা হচ্ছে না। অ্যাপে সেটা গৃহীত হচ্ছে না।” তাঁর প্রশ্ন, “অ্যাপ কি ঠিক করবে দেবে, আমার আইনি অধিকার?” এই সমস্যাগুলো সমাধান না করা পর্যন্ত এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না বলে দাবি করেছেন কল্যাণ।

এছাড়া বিএলও-দের কাজের চাপ নিয়েও এদিন মুখ খুলেছেন কল্যাণ। তিনি বলেন, সারাদিন কেন্দ্র ঘুরে দেখেছি। সকাল থেকে বিএলওরা ফর্ম দিচ্ছে, সংগ্রহ করছে। রাত অবধি আপলোড করতে হচ্ছে। সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। কীভাবে কাজ করবে! অমানবিক বিষয়। এভাবে গণতন্ত্র নষ্ট করা হচ্ছে।

এদিকে, রাজ্যে বিএলও-দের প্রতিবাদ-বিক্ষোভ চলছে। প্রায় ২৪ ঘণ্টা ধরে চলছে সেই অবস্থান। সিইও দফতরের সামনেই স্লোগান চড়াচ্ছেন বিএলও-দের একাংশ।