Kalyan Banerjee: ‘সুন্দরী মহিলা-ফটফট ইংরেজি বলতে পারে বলে…অসভ্য মহিলা’, TMC সাংসদ সম্পর্কে যা বললেন কল্যাণ

Kalyan Banerjee: দলের মহিলা সাংসদ সম্পর্কে একের পর এক বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের। তাঁর বক্তব্য, বাম রাজনীতির সময় যাদের কোনও অবদান ছিল না, তাদের কথা কেন মানব!

Kalyan Banerjee: সুন্দরী মহিলা-ফটফট ইংরেজি বলতে পারে বলে...অসভ্য মহিলা, TMC সাংসদ সম্পর্কে যা বললেন কল্যাণ

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 08, 2025 | 2:48 PM

নয়া দিল্লি: নির্বাচন কমিশনের অফিসে তৃণমূলের দুই সাংসদের তুমুল তর্কাতর্কি আর গোপন রইল না। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই ফাঁস করে দিলেন সব। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও রাখঢাক না করেই দলের মহিলা সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। শুধু নামটা না বলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মহিলা সাংসদকে। চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ‘আমাকে দিদি দল থেকে বের করে দিলে, আমি চলে যাব।’

কল্যাণ এদিন বলেন, “বাম রাজনীতির সময় ওই মহিলা সাংসদের কোনও অবদান ছিল না। বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকেছিল। ওই মহিলা এমপি আমার মেয়েকে নিয়ে কথা বলেছে। ওর রাগ হচ্ছে, আমি কেন ওয়াকফ বিলে বলেছি। মহিলা সাংসদ আমাকে ছোটলোক বলেছে।”

মহিলা সাংসদকে কটাক্ষ করে কল্যাণ বলেন, “আমি কোটায় আসা লোক নই। আমি লড়াই করে রাজনীতি করেছি।” আরও বলেন, “দিদি বললে আমি দল ছেড়ে চলে যাব। তবু ওই অসভ্য মহিলা এমপি-কে সহ্য করব না। সুন্দরী মহিলা বলে, আর ফটফট করে ইংরেজি বলতে পারে বলে এই নয়, যে অসম্মান করতে পারে। একটা লিমিট থাকা দরকার।”