চাকরির নিয়োগপত্র দিতেন না অথচ বেতন সময়েই! কর্মীরা ‘স্যার’ সম্পর্কে যা জানালেন…

Jun 28, 2021 | 11:17 AM

দেবাঞ্জন দেব (Debanjan Deb): WB Fincorp নামের যে অ্যাকাউন্ট থেকে কর্মীদের বেতন দেওয়া হয়েছিল, সে বিষয় বিস্তারিত তথ্য চাওয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে।

চাকরির নিয়োগপত্র দিতেন না অথচ বেতন সময়েই! কর্মীরা স্যার সম্পর্কে যা জানালেন...
ছবি-ফেসবুক

Follow Us

কলকাতা: বারবার চাওয়া সত্ত্বেও কোনও নিয়োগপত্র দেননি দেবাঞ্জন। সেখানেই খটকা লেগেছিলে অনেকের। ফলে কসবার অফিসের অনেকেই ক’দিন পরই চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। ভুয়ো টিকার মূল চক্রী দেবাঞ্জন দেবের (Debanjan Deb) কসবার অফিসের (Kasba Fake Vaccination Camp) খুঁটিনাটি তথ্য যাচাইয়ের সময় উঠে আসছে, এমন অনেক চাঞ্চল্যকর তথ্য।

দেবাঞ্জনের সংস্থায় চাকরি করা কয়েকজন কর্মীকে রবিবারই জিজ্ঞাসাবাদ করেছেন লালবাজারের কর্তারা। তাঁদের অনেকেই স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন। তাদের দাবি, বারবার চাওয়া সত্ত্বেও নিয়োগপত্র না পাওয়ার কারণে চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন তাঁরা।

WB Fincorp নামের যে অ্যাকাউন্ট থেকে কর্মীদের বেতন দেওয়া হয়েছিল, সে বিষয় বিস্তারিত তথ্য চাওয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে। কোন কোন কাগজপত্র দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছিল, কত টাকা বেতন বাবদ দেওয়া হত, ওই অ্যাকাউন্টের লেনদেন কেমন ছিল, কোথা থেকে ওই অ্যাকাউন্টে টাকা আসত, সেই সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন: বাবা গত বছরই জানতে পারেন ছেলে আইএএস নন! তারপর আরও বেপরোয়া দেবাঞ্জন

দেবাঞ্জন দেবের কসবার অফিসের কর্মীরা এক-এক জন ২৫-৩৫ হাজার টাকা বেতন পেতেন। সেই কর্মীদের অ্যাকাউন্টে বেতনের টাকা ওয়েস্ট বেঙ্গল ফিনকর্প থেকে ক্রেডিট হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ফিনকর্প একটি সরকারি সংস্থা। সেখান থেকে কীভাবে বেতন দিতেন? তবে কি সেখানেও কোনও জালিয়াতি রয়েছে? কর্মীদের অ্যাকাউন্ট দেখে তাজ্জব গোয়েন্দারা। প্রশ্ন উঠছে, ফিনকর্প একটি সরকারি সংস্থা, সেখান থেকে দেবাঞ্জন কীভাবে কর্মীদের বেতন দিতেন?

Next Article