Kasba Student Death: ছাত্রমৃত্যুর পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসবার সেই স্কুল
Kasba Student Death: স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ছাত্রকে মানসিক চাপ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তদন্ত চলছে, তাতেই আসল তথ্য সামনে আসবে। ইতিমধ্যেই হাই স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে ছাত্রের পরিবার।
কলকাতা: ছাত্রমৃত্যুর ঘটনায় কসবার রথতলার সিলভার পয়েন্ট স্কুল অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। বৃহস্পতিবার স্কুলের গেটে নোটিস টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ছাত্রমৃত্যুতে স্কুলের ভূমিকা নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বহু অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছে মৃত ছাত্রের পরিবার। যদিও স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ছাত্রকে মানসিক চাপ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তদন্ত চলছে, তাতেই আসল তথ্য সামনে আসবে। ইতিমধ্যেই হাই স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে ছাত্রের পরিবার।
গত সোমবার কসবার ওই স্কুলের পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু হয় দশম শ্রেণির এক ছাত্রের। তা নিয়ে বিস্তর জলঘোলা তৈরি হয়। প্রথম থেকেই স্কুলের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তুলেছে পরিবার। অভিযোগ, স্কুল থেকে দু’রকম কথা বলা হয়েছিল। প্রথমে বলা হয় মাথা ঘুরে ছাদ থেকে পড়ে গিয়েছে ওই ছাত্র। পরে বলা হয়, সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। যদি সিঁড়ি বা ছাদ থেকেই পড়ে যেত, তাহলে অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই কেন? প্রশ্ন তুলেছে মৃতের পরিবার।
পুলিশের হাতে ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, ওই ছাত্র ছ’তলায় একাই হাঁটছিল। তার কিছুক্ষণের মধ্যেই ছাত্রের দেহ নীচ থেকে উদ্ধার হয়। পুলিশের হাতে প্রাথমিক যে রিপোর্ট এসেছে, তাতে দেখা যাচ্ছে, কান থেকে রক্ত বেরচ্ছিল ওই ছাত্রের। শরীরের হাড় ভাঙেনি। পরিবারের প্রশ্ন, যদি ওতো ওপর থেকে পড়ে, তাহলে কীভাবে শরীরের হাড় ভাঙল না? স্কুলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য অভিভাবকরা। আপাতত এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।