Kestopur Student Murder: টাকা ফুরিয়ে যাওয়ায় পরিচিতকে ওয়ালেটে ‘ক্যাশ’ পাঠাতে বলেছিল, তাতেই সত্যেন্দ্রর ‘খেল খতম’

Kestopur Student Murder: বৃহস্পতিবার রাতেই পাঁচটা টিমে ভাগ হয়ে হাওড়া স্টেশনে জাল বিছিয়ে ফেলেন তদন্তকারীরা।

Kestopur Student Murder: টাকা ফুরিয়ে যাওয়ায় পরিচিতকে ওয়ালেটে 'ক্যাশ' পাঠাতে বলেছিল, তাতেই সত্যেন্দ্রর 'খেল খতম'
গ্রেফতার মূল অভিযুক্ত (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2022 | 12:28 PM

কলকাতা: হাওড়া স্টেশনে টাকা নিতে এসেই জালে কেষ্টপুর জোড়া খুন কাণ্ডের মূল অভিষুক্ত সত্যেন্দ্র চৌধুরী। টাকা শেষ হতেই পালানোর ছক ভেস্তে যায়। এক পরিচিতকে মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে বলে মূল অভিযুক্ত। সেই টাকা হাওড়া স্টেশন সংলগ্ন এক বুকিং এজেন্টকে পাঠাতে বলে সত্যেন্দ্র। সেই টাকা নিতে এসেই বিধাননগর পুলিশের জালে ধরা পরে সত্যেন্দ্র চৌধুরী। টাকা হাতে পেলেই কলকাতার বাইরে পালানোর ছক ছিল বাগুইআটি জোড়া খুনে কাণ্ডে মূল অভিযুক্তের। পুলিশ সূত্রে খবর এর আগেও একাধিকবার হাওড়া স্টেশনে গিয়েছিল সত্যেন্দ্র। হাওড়া, মেমারি, ডানকুনি সহ বিভিন্ন জায়গায় লোকেশন পাওয়া গিয়েছিল সত্যেন্দ্রের।

অর্থাৎ টাকা ফুরিয়ে আসতেই সত্যেন্দ্রর প্ল্যান বানচাল হয়ে যায়। ঘটনার পর গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় পালিয়ে বেরাচ্ছিল মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। মোবাইলও মাঝে মধ্যে ব্যবহার করছিল। মাঝে মধ্যে ফোন খুলে অ্যাপে মেসেজ করত। সেভাবে লোকেশন মিলছিলও।

পরিচিতকে ওয়ালেটে টাকা পাঠাতে বলাটাই কাল হল। হাওড়া স্টেশন সংলগ্ন বেসরকারি টিকিট বুকিং এজেন্টের কাছে টাকা পাঠানো হবে জানতে পেরে বিধাননগর পুলিশ একাধিক টিম নজরদারিতে পাঠায় হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায়।

বৃহস্পতিবার রাতেই পাঁচটা টিমে ভাগ হয়ে হাওড়া স্টেশনে জাল বিছিয়ে ফেলেন তদন্তকারীরা। এদিনে সেই সত্যেন্দ্র পরিচতর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাঁরা আগেই জোগাড় করে রেখেছিলেন। হাওড়া স্টেশনের টিকিট কাউন্টারে টিকিট কাটতে এসেই ধরা পড়ে যায় সত্যেন্দ্র।