Kestopur Theft: চুরির পর মহিলার পোশাক ডাস্টবিনে, আর টাকা-গয়না সেপটিক ট্যাঙ্কে! কেষ্টপুরে চুরিতে ধৃত পরিচারক
Kestopur Theft: চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথম থেকেই নিশ্চিত ছিল, বাড়ির পরিচত কেউ এই চুরি করেছে। তা না হলে বাড়ির কোথায় কী রয়েছে, সে সম্পর্কে এতটাও অবগত থাকবে না দুষ্কৃতী। চুরির সময়ে বাড়িতে কেউ ছিলেন না।

কলকাতা: মহিলার বেশে কেষ্টপুরে রবীন্দ্রপল্লিতে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ। প্রথম থেকেই সন্দেহ করা হয়েছিল বাড়ির পরিচারককে। জেরায় একাধিক অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হল পরিচারককে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ। ২৭ তারিখ রাতে বাগুইআটি থানায় একটি অভিযোগ দায়ের। রবীন্দ্রপল্লি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে মহিলার বেশে গেটের তালা কেটে আলমারি থেকে আড়াই লক্ষ নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোর।
চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথম থেকেই নিশ্চিত ছিল, বাড়ির পরিচত কেউ এই চুরি করেছে। তা না হলে বাড়ির কোথায় কী রয়েছে, সে সম্পর্কে এতটাও অবগত থাকবে না দুষ্কৃতী। চুরির সময়ে বাড়িতে কেউ ছিলেন না। একমাত্র এক বৃদ্ধা ছিলেন। বৃদ্ধা জানান, পরিচারক মোবাইলের সরঞ্জাম কেনার নাম করে দোকানে গিয়েছিলেন। সে সময়েই মহিলা বেশে এক জন ঘরে ঢোকে আলমারি খুলে সব নিয়ে যায়।
পরিচারকের ভূমিকা নিয়ে সন্দেহ হয় পুলিশের। বৃহস্পতিবার বাড়ির পরিচারককে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। জেরায় পরিচারক সমস্ত ঘটনা স্বীকার করে নেন। পুলিশকে তিনি জানিয়েছেন, মহিলা বেশে তিনিই চুরি করেন। চুরির পর সেই পোশাক ডাস্টবিনে ফেলে দেন। শুক্রবার চুরি যাওয়া সামগ্রী পুলিশ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করে। বিধাননগর পুলিশের ডিসি এয়ারপোর্ট ঐশ্বরিয়া সাগর জানান, উদ্ধার হওয়া হীরে, সোনা ও রূপোর গহনার বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। পাশাপাশি বাড়ি থেকে খোয়া যাওয়া ৮০ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। পরিচারককে বারাসাত আদালতে তোলা হবে।
