Ekushe July: অফিসে যাওয়া নিয়ে টেনশন? একুশে জুলাই কোন কোন রাস্তা ফাঁকা থাকবে জেনে নিন

Ekushe July: শহরের ২২টি জায়গায় তৃণমূলের জমায়েত হবে। খবর পুলিশ সূত্রে। একাধিক মিছিলের নেতৃত্বে থাকছেন শশী পাঁজা, মালা রায়, অতীন ঘোষদের মতো তাবড় তাবড় নেতারা। শ্যামবাজার মোড় থেকে মিছিল এগোবে বিধান সরণি, কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিট, জিসি অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে পৌঁছে যাবে ধর্মতলায়।

| Edited By: জয়দীপ দাস

Jul 20, 2025 | 1:25 PM

কলকাতা: রাত পোহালেই তৃণমূলের একুশে জুলাই। জেলা থেকে আসতে শুরু করেছেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকেরা। ভিড় বাড়ছে হাওড়া থেকে শিয়ালদহ স্টেশনে। দক্ষিণবঙ্গ তো বটেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও আসছেন দলের কর্মী-সমর্থকেরা। অন্যদিকে শহরের যানজট রুখতে তৎপর কলকাতা পুলিশও। ইতিমধ্যেই জারি হয়েছে বিবৃতি। মাঠে নেমেছেন খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। 

সোমবার সকাল হতে না হতেই ধর্মতলার উদ্দেশ্যে এগিয়ে যাবে সাত সাতটি বড় মিছিল। শ্যামবাজার মোড়, হেদুয়া পার্ক, হাজরা পার্ক থেকে মিছিল যাবে ধর্মতলায়। পার্ক সার্কাস সেভেন্ট পয়েন্ট থেকে মিছিল যাবে ধর্মতলায়। এছাড়াও হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশন থেকে তিনটি বড় মিছিল ধর্মতলা যাবে। 

কোন কোন রাস্তা ধরে এগিয়ে যাবে মিছিল? 

শহরের ২২টি জায়গায় তৃণমূলের জমায়েত হবে। খবর পুলিশ সূত্রে। একাধিক মিছিলের নেতৃত্বে থাকছেন শশী পাঁজা, মালা রায়,  অতীন ঘোষদের মতো তাবড় তাবড় নেতারা। শ্যামবাজার মোড় থেকে মিছিল এগোবে বিধান সরণি, কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিট, জিসি অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে পৌঁছে যাবে ধর্মতলায়। অন্যদিকে হাজরা ক্রসিং মিছিল এগোবে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড়, জেএন রোড ধরে পৌঁছে যাবে ধর্মতলায়। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে মিছিল এগিয়ে যাবে পার্ক স্ট্রিট, মল্লিক বাজার এজেসি বোস রোড, মৌলালি মোড়, এসএন ব্যানার্জি রোড হয়ে পৌঁছে যাবে ধর্মতলায়।

কলকাতা: রাত পোহালেই তৃণমূলের একুশে জুলাই। জেলা থেকে আসতে শুরু করেছেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকেরা। ভিড় বাড়ছে হাওড়া থেকে শিয়ালদহ স্টেশনে। দক্ষিণবঙ্গ তো বটেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও আসছেন দলের কর্মী-সমর্থকেরা। অন্যদিকে শহরের যানজট রুখতে তৎপর কলকাতা পুলিশও। ইতিমধ্যেই জারি হয়েছে বিবৃতি। মাঠে নেমেছেন খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। 

সোমবার সকাল হতে না হতেই ধর্মতলার উদ্দেশ্যে এগিয়ে যাবে সাত সাতটি বড় মিছিল। শ্যামবাজার মোড়, হেদুয়া পার্ক, হাজরা পার্ক থেকে মিছিল যাবে ধর্মতলায়। পার্ক সার্কাস সেভেন্ট পয়েন্ট থেকে মিছিল যাবে ধর্মতলায়। এছাড়াও হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশন থেকে তিনটি বড় মিছিল ধর্মতলা যাবে। 

কোন কোন রাস্তা ধরে এগিয়ে যাবে মিছিল? 

শহরের ২২টি জায়গায় তৃণমূলের জমায়েত হবে। খবর পুলিশ সূত্রে। একাধিক মিছিলের নেতৃত্বে থাকছেন শশী পাঁজা, মালা রায়,  অতীন ঘোষদের মতো তাবড় তাবড় নেতারা। শ্যামবাজার মোড় থেকে মিছিল এগোবে বিধান সরণি, কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিট, জিসি অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে পৌঁছে যাবে ধর্মতলায়। অন্যদিকে হাজরা ক্রসিং মিছিল এগোবে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড়, জেএন রোড ধরে পৌঁছে যাবে ধর্মতলায়। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে মিছিল এগিয়ে যাবে পার্ক স্ট্রিট, মল্লিক বাজার এজেসি বোস রোড, মৌলালি মোড়, এসএন ব্যানার্জি রোড হয়ে পৌঁছে যাবে ধর্মতলায়।