Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

JU Student Death: মৃত্যুর ‘দোরগড়ায়’ দাঁড়িয়েছিল ছাত্রটি… এমন র‌্যাগিং-ও হয় যাদবপুরে?

JU Student Death: এখন প্রশ্ন হল তিন তলার উপরের এই সরু রেলিং দিয়ে হাঁটা সম্ভব? নিচে ধরুন ২০ থেকে ২২ ফুটের মতো খাদ। উপর থেকে পড়লে যে কেউ আহত হবেই। কিন্তু নাহ!

JU Student Death: মৃত্যুর 'দোরগড়ায়' দাঁড়িয়েছিল ছাত্রটি... এমন  র‌্যাগিং-ও হয় যাদবপুরে?
১০ ইঞ্চির রেলিংয়ের উপর হাঁটানো হয় নিহত ছাত্রকে।Image Credit source: Image Credit Source: TV9 Bangla, Avik Debnath
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 7:41 AM

কলকাতা: চারতলা হস্টেল। তার বারান্দার রেলিংয়ের উপরিতল ধরুন মেরে কেটে ১০ ইঞ্চি চওড়া হবে। তিন তলার সেই রেলিং দিয়েই নাকি হাঁটতে বলা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই পড়ুয়াকে। শুধু তাই নয়, সিনিয়র দাদাদের ‘আবদার’ ছিল বিবস্ত্র অবস্থাতেই হাঁটতে হবে ওই নাবালককে। অভিযোগ, উঠছে তেমনটাই।

এখন প্রশ্ন হল তিন তলার উপরের এই সরু রেলিং দিয়ে হাঁটা সম্ভব? নিচে ধরুন ২০ থেকে ২২ ফুটের মতো খাদ। উপর থেকে পড়লে মৃত্যু নিশ্চিত। হয়ত বা গুরুতর আহত হতে পারে। এই সব জেনেও সিনিয়র দাদারা নিছকই মজা নেওয়ার জন্য গ্রাম থেকে আসা সাদাসিধে ছেলেটিকে হাঁটতে বাধ্য করেছিল ওই সরু রেলিং দিয়ে। তাও আবার বিবস্ত্র অবস্থায়। তখন ওই ছেলেটির মানসিক পরিস্থিতি কী ছিল  তা জানা বা বোঝার চেষ্টা করেননি ‘সিনিয়র দাদারা’। পুলিশ সূত্রে এমন তথ্য আসার পর শিহরিত হচ্ছেন অনেকেই। প্রশ্ন উঠছে এটা কি আদৌ র‌্যাগিং নাকি পোশাকি ভাষায় র‌্যাগিংয়ের নামে খুন করা হল ওই জলজ্যান্ত ছেলেকে?

Jadavpur Student Death

রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী চট্টোপাধ্যায় ইতিমদ্যে সেই প্রশ্ন উস্কে দিয়েছেন।তিনি বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তো কিছু বলা যায় না। আমার তো মনে হল অত দূরে ছেলেটা কী করে পড়ল? বারান্দা থেকে বেশ খানিকটা দূরে পড়েছে। কী করে পড়ল?”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন রাত্রি ৯টা থেকে শুরু হয় র‍্যাগিং। ৯টা ৪০ নাগাদ চিঠিতে সই করতে জোর করার অভিযোগ ওঠে প্রথম বর্ষের পড়ুয়াকে। এরপর রাত সাড়ে ১০টা বাড়িতে ফোন করে ওই পড়ুয়া। রাত ১০টা ৪৩ মিনিট নাগাদ ডিনের কাছে ফোন ইঞ্জিনিয়ারিংয়ের এক পড়ুয়ার। এরপর রাত সাড়ে ১১টা নাগাদ বিবস্ত্র করে পাঁচিলে হাঁটতে বাধ্য করা হয় পড়ুয়াকে বলে অভিযোগ। ১১টা ৪৫ নাগাদ পাঁচিল থেকে পড়ে যায় সে। রাত ১১টা ৫৩মিনিট নাগাদ যাদবপুরের অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে পৌঁছয় খবর। রাত ১২টা ০৫ নাগাদ ট্যাক্সিতে বেসরকারি হাসপাতালে পৌঁছয় গুরুতর আহত পড়ুয়া। আর ভোর ৪টে মৃত্যু হয় তাঁর। এই ছিল ঘটনার দিনের প্রেক্ষাপট।

ছাত্রমৃত্যুর চারদিন পর প্রতিক্রিয়া দিতে গিয়ে কেঁদে ফেলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। মৃত পড়ুয়াকে ‘সন্তানসম’ বলে উল্লেখ করেন তিনি। সেখানেই প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়ের এই সন্তানসম পড়ুয়াদের আদৌ কি কোনও নিরাপত্তা ছিল? সিসিটিভি ক্যামেরা নিয়েও বিস্তর জলঘোলা তৈরি হয়েছে যাদবপুরে। কার্যত অরক্ষিত যাদবপুরে এমন আর ক’জনের প্রাণ গেলে ঘুম ভাঙবে কর্তৃপক্ষের? সেই প্রশ্নের উত্তর মেলার অপেক্ষায় দিন গুনছেন ‘আতঙ্কিত অভিভাবকরা’

এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
'একটাই দাওয়াই ডান্ডা', মুর্শিদাবাদ নিয়ে যোগীর বড় বার্তা
'একটাই দাওয়াই ডান্ডা', মুর্শিদাবাদ নিয়ে যোগীর বড় বার্তা
আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসার ঘটনা ঘটেছে:সৌগত
আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসার ঘটনা ঘটেছে:সৌগত
'সঙ্গে মারে লাথি-ঘুষি, ইংরেজকেও হার মানায়...', বাউলের প্রতিবাদ
'সঙ্গে মারে লাথি-ঘুষি, ইংরেজকেও হার মানায়...', বাউলের প্রতিবাদ
ব্যাঙ্কেক্স বেড়েছে ১,৪৬৪ পয়েন্ট, ১৯০০ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০
ব্যাঙ্কেক্স বেড়েছে ১,৪৬৪ পয়েন্ট, ১৯০০ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০
বাংলাদেশের উপর বিরাট কর, বিরাট চাপে ইউনূস!
বাংলাদেশের উপর বিরাট কর, বিরাট চাপে ইউনূস!