WB Board 10th Result 2024 Pass Percentage: মাধ্যমিকে পাসের হার কত? কতজন পেল ৬০ শতাংশের ওপর নম্বর?

WB Board 10th Result 2024 Pass Percentage: গত বারের তুলনায় এবার কিছুটা বাড়ল পাশের হার। ইতিমধ্য়েই পর্ষদের ওয়েবসাইটের পাশাপাশি TV9 বাংলার ওয়েবসাইট থেকেও জানা যাচ্ছে ফলাফল।

WB Board 10th Result 2024 Pass Percentage: মাধ্যমিকে পাসের হার কত? কতজন পেল ৬০ শতাংশের ওপর নম্বর?
মাধ্যমিকের ফল প্রকাশImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2024 | 11:20 AM

কলকাতা: আজ বৃহস্পতিবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল। ৮০ দিনের মাথায় প্রকাশ হল ফল। সকাল ৯ টায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায়। ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিল।

পর্ষদ সভাপতি জানিয়েছেন, এবার মাধ্যমিকে পাশ করেছে মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। অর্থাৎ পাশের হার ৮৬.৩১ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ। অর্থার সেই হার বেড়েছে কিছুটা। মোট ৪৬ জনের পরীক্ষা বাতিল হয়েছে, আর ২ জনের ফলাফল প্রকাশ হয়নি।

৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন, AA গ্রেড পেয়েছে ৯ হাজার ৯৬১ জন অর্থাৎ মোট পরীক্ষার্থী ১.০৯ শতাংশ, A+ গ্রেড পেয়েছে ২৪ হাজার ৬৪৩ জন ও A গ্রেড পেয়েছে ৮৩ হাজার ৮০৭ জন। এবার মোট ৫১ হাজার ৮৩৮ জন এক্সামিনার ছিলেন বলেও জানিয়েছেন পর্ষদ সভাপতি। এবার মাধ্যমিকে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা ছিল বেশি। মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম।

পাশের হারে এগিয়ে কালিম্পং। তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় কলকাতা ও চতুর্থ পশ্চিম মেদিনীপুর।

এক ক্লিকেই দেখে নিন নিজের রেজাল্ট