Sujan Chakraborty: ৯২ লক্ষ টাকার সম্পত্তি সুজনের স্ত্রী’র, বাম নেতার আয় কত জানেন

Sujan Chakraborty: সোনারপুরে একটি জমি আছে সুজনের, যার বর্তমান দাম ১ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া কালিকাপুরে রয়েছে আরও একটি জমির শেয়ার, যার বর্তমান মূল্য় ১৬ লক্ষ টাকা। কালিকাপুরেই রয়েছে সুজনের বাড়ি।

Sujan Chakraborty: ৯২ লক্ষ টাকার সম্পত্তি সুজনের স্ত্রীর, বাম নেতার আয় কত জানেন
সুজন চক্রবর্তীImage Credit source: GFX- TV9 Bangla

May 30, 2024 | 12:41 AM

কলকাতা: ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির ময়দানে। ফার্মাসিতে পিএইচডি করা সুজন চক্রবর্তী বাঁধাধরা বেতনের চাকরিজীবন চাননি। সে সব ফেলে এসে অনেকদিন আগেই হাল ধরেছেন বাম রাজনীতির। বামেদের দূর্গ একে একে ভেঙে যাওয়ার পরও যাঁরা ময়দান ছেড়ে নড়েননি, তাঁদের মধ্যে অন্যতম সুজন চক্রবর্তী। বিধায়ক ও সাংসদ হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। স্ত্রীর চাকরি নিয়ে প্রশ্ন উঠলেও বিচলিত হননি সুজন। দমদমের এই সিপিএম প্রার্থীর আয় কত? সম্পত্তিই বা কত?

হলফনামায় নিজের ও স্ত্রীর আয়ের খতিয়ান দিয়েছেন সুজন। সেখানে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে সুজনের আয় ছিল ১ লক্ষ ১৮ হাজার, ২০২২-২৩-এ তাঁর আয় ছিল ৩ লক্ষ ১০ হাজার টাকা, ২০২১-২২ অর্থবর্ষে তিনি আয় করেছেন ১ লক্ষ ৭০ হাজার ৪৪০ টাকা।

সুজনের স্ত্রী মিলি চক্রবর্তী ২০২৩-২৪ অর্থবর্ষে আয় করেছেন ৪ লক্ষ ৯৭ হাজার ৫৫০ টাকা, ২০২২-২৩ এ আয় ছিল ২ লক্ষ ৭২ হাজার ৪১০ টাকা ও ২০২১-২২ এ তাঁর আয় ছিল ৪ লক্ষ ৪৪ হাজার ২৩০ টাকা। হলফনামায় উল্লেখ সুজনের হাতে রয়েছে নগদ ৯ হাজার ৫০০ টাকা আর স্ত্রী মিলির হাতে রয়েছে নগদ ৬ হাজার ৬০০ টাকা।

সুজনের নামে আছে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এর মধ্যে একটিতে রয়েছে ৪৪ হাজার টাকা ও অপরটিতে রয়েছে ১ লক্ষ ১০৩ টাকা। এছাড়া মিলির নামে রয়েছে ৬টি অ্যাকাউন্ট। সুজনের স্ত্রীর কাছে আছে প্রায় ৪ লক্ষ ৯০ হাজার টাকার সোনা। তাঁদের কোনও গাড়ি নেই। সব মিলিয়ে সুজনের মোট অস্থাবর সম্পত্তির মূল্য ১ লক্ষ ৫৪ হাজার ৩ টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ৯২ লক্ষ ৬৩ হাজার ৯৪৯ টাকার।

হলফনামায় আরও জানানো হয়েছে, সোনারপুরে একটি জমি আছে সুজনের, যার বর্তমান দাম ১ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া কালিকাপুরে রয়েছে আরও একটি জমির শেয়ার, যার বর্তমান মূল্য় ১৬ লক্ষ টাকা। কালিকাপুরেই রয়েছে সুজনের বাড়ি, যার বর্তমান মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। সব মিলিয়ে সুজনের স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ২৬ লক্ষ ৫০ হাজার টাকা। এছা়ড়া স্ত্রীর সম্পত্তি রয়েছে ৩ লক্ষ ৫০ টাকার। হলফনামায় নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন সুজন আর তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত কর্মী।