AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ল’ইয়ারের পেশা ছেড়ে ফুলটাইম রাজনীতি, গনি খানের পরিবারের মেয়ে মৌসমের রোজগার কত জানেন

মালদহ স্টেশনে রোডে রয়েছে মৌসমের কমার্শিয়াল বিল্ডিং 'নূর ম্যানসন'। প্রায় ১০ হাজার বর্গফুট এলাকা জুড়ে রয়েছে ওই বাড়িটি। এছাড়া সাহজালালপুরে রয়েছে মৌসমের বাড়ি। প্রায় ৬০০০ বর্গফুট জায়গা জুড়ে রয়েছে সেই বাড়ি। একসময় আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন মৌসম নূর। পরে রাজনীতিতে পা দেন তিনি।

ল'ইয়ারের পেশা ছেড়ে ফুলটাইম রাজনীতি, গনি খানের পরিবারের মেয়ে মৌসমের রোজগার কত জানেন
Image Credit: TV9 Bangla
| Updated on: Jan 03, 2026 | 6:10 PM
Share

কলকাতা: গনি খান চৌধুরীর পরিবারের মেয়ে মৌসম। মা রুবি নূরের মৃত্যুর পরই রাজনীতিতে পা দেন তিনি। মায়ের বিধানসভা কেন্দ্র সুজাপুর থেকে জিতে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন মৌসম বেনজির নূর। একসময় সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করা নূর পরিবারের ধারা বজায় রেখে রাজনীতিতে বরাবরই সক্রিয় থেকেছেন। বছর সাতেক আগে আচমকাই চমকে দিয়েছিল তাঁর দলবদল। এবার বিধানসভা ভোটের আগে ফের দলবদল। তৃণমূল ছেড়ে কংগ্রেসের ফেরা মৌসমের সম্পত্তি কত জানেন?

কত আয় মৌসমের

২০১৯-এর লোকসভা নির্বাচনে যখন লড়েছিলেন মৌসম নূর, তখন তাঁর জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেছিলেন আয়ের হিসেব। সেই হিসেব বলছে, ২০১৩-১৪ অর্থবর্ষে মৌসমের আয় ছিল ৫ লক্ষ ১৯ হাজার ৫৬৫ টাকা, ২০১৪-১৫ তে সেই আয় ছিল ৫ লক্ষ ১১ হাজার ৭৯০, ২০১৫-১৬ তে আয় কিছুটা কমে হয় ৪ লক্ষ ৯৬ হাজার ১১০ টাকা। পরের বছর ৪ লক্ষ ৮০ হাজার ৭২০ টাকা ও ২০১৭-১৮ তে ৪ লক্ষ ৮১ হাজার ৭৮০ টাকা ছিল আয়।

ব্যাঙ্কে জমা টাকার অঙ্ক

২০১৯-এ মৌসমের হাতে ছিল নগদ ৯০ হাজার ৪৫০ টাকা। এছাড়া তাঁর তিনটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছিল যথাক্রমে ৯ লক্ষ ২৪ হাজার ২৫৭ টাকা, ১৯৭ হাজার ৮২৯ টাকা ও ১ লক্ষ ৯৯ হাজার ৬৩৮ টাকা। বেশ কিছু বিনিয়োগের কথাও উল্লেখ আছে। ২ লক্ষ টাকা, সাড়ে ৭ লক্ষ টাকা ও ৯ লক্ষ ৯৩ হাজার টাকার বিনিয়োগের কথা জানিয়েছিলেন মৌসম নূর। মোট তিনটি এলআইসি বা জীবন বিমার কথাও উল্লেখ করা হয় হলফনামায়।

কত সোনা, ক’টি গাড়ি মৌসমের

মৌসম নূরের গ্যারাজে রয়েছে ১ লক্ষ ৯৩ হাজার টাকা দামে একটি অ্যাম্বাসাডর, ৩ লক্ষ ৯০ হাজার টাকার একটি মারুতি গাড়ি ও ১৩ লক্ষ ৬৯ হাজার টাকা দামের মাহিন্দ্রা স্করপিও। ২০১৯-এর হলফনামা অনুযায়ী গাড়ি কেনার জন্য এসবিআই থেকে একটি লোন নিয়েছিলেন তিনি। তাঁর স্বামীর গ্যারাজেও তিনখানা গাড়ি রয়েছে। এছাড়া মৌসমের কাছে থাকা সোনার পরিমাণ ৮০ গ্রাম, ১০১৯-এ যার মূল্য ছিল প্রায় ২ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৫২ লক্ষ ৯১ হাজার ১৩৬ টাকা।

মালদহ স্টেশনে রোডে রয়েছে মৌসমের কমার্শিয়াল বিল্ডিং ‘নূর ম্যানসন’। প্রায় ১০ হাজার বর্গফুট এলাকা জুড়ে রয়েছে ওই বাড়িটি। এছাড়া সাহজালালপুরে রয়েছে মৌসমের বাড়ি। প্রায় ৬০০০ বর্গফুট জায়গা জুড়ে রয়েছে সেই বাড়ি।

একসময় আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন মৌসম নূর। পরে রাজনীতিতে পা দেন তিনি। তাঁর স্বামী মির্জা কায়েশ বেগ সুপ্রিম কোর্টের আইনজীবী। বেতনই তাঁদের মূল রোজগার বলে উল্লেখ করা হয়েছে হলফনামায়।