কলকাতা: গঙ্গা থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের দেহ। শনিবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় চিৎপুরের (Chitpur) বাগবাজার লকগেট এলাকায়।
শনিবার রাতে লকগেট এলাকায় কয়েকজন দাঁড়িয়ে গল্প করছিলেন। সেসময় দূর থেকে কিছু একটা ভেসে আসতে দেখেন তাঁরা। পরে দেখা যায় সেটি দেহ। খবর দেওয়া হয় চিৎপুর থানায়। পুলিশ গিয়ে ডুবুরি নামিয়ে দেহ উদ্ধার করে। দেহটি এক বৃদ্ধের।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তির বয়স বছর সত্তর হতে পারে। তবে পচন ধরায় বয়স সেভাবেই বোঝা যাচ্ছে না। দেহে কোনও ক্ষতের চিহ্ন নেই। এটি আত্মহত্যা না খুন, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। চিৎপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন: বিজেপির রাজীবের গাড়িতে তৃণমূলের প্রতীক, ঘর ওয়াপসি কি আগামী সপ্তাহেই?
আপাতত বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আশেপাশের থানার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কোথাও কোনও মিসিং ডায়েরি হয়েছে কিনা, তার খোঁজ করা হচ্ছে।