Kolkata Rains: টানা বৃষ্টিতে মধ্য রাতে তিন তলা বাড়ির একাংশ ভেঙে পড়ল পাশের বাড়িতে! শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পাশে ভয়াবহ চিত্র
রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। জল জমেছে পাটুলি, বাঘাযতীন, বোড়াল, ব্রহ্মপুর, গড়িয়া, আদি গঙ্গার লাগোয়া দক্ষিণ শহরতলির একাধিক ওয়ার্ডে।
কলকাতা: অবিরাম বর্ষণ (Kolkata Rain Forecast) ! মাঝরাতে আচমকাই তিন তলা বাড়ির একাংশ ভেঙে হুড়মুড়িয়ে পড়ল পাশের বাড়িতে। খোদ কলকাতার বুকে এই ঘটনা। তবে হতাহতের কোনও খবর নেই।
কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের (Sealdah Surendranath College) কাছে ১৬/৪ নূর মোহাম্মদ লেনে বাড়ির একাংশ ভেঙে পড়েছে । কোনও হতাহতের খবর নেই। তিন তলা বাড়ির একাংশ ভেঙে পাশেরবাড়িতে পড়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে। তবে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।
রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। জল জমেছে পাটুলি, বাঘাযতীন, বোড়াল, ব্রহ্মপুর, গড়িয়া, আদি গঙ্গার লাগোয়া দক্ষিণ শহরতলির একাধিক ওয়ার্ডে। জলযন্ত্রণা আলিপুর বডিগার্ড লাইন, একবালপুর, বেহালার বিস্তীর্ণ এলাকা, তারাতলা, নিউ আলিপুর, রায় বাহাদুর রোড এলাকায়। সাদার্ন অ্যাভিনিউ, গড়িয়াহাট, শরৎ বসু রোড, বালিগঞ্জ প্লেস, কসবা, তপসিয়া, তিলজলা জলমগ্ন। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিট জলের তলায় আছে।
কলকাতায় রাতভর বৃষ্টিপাতের পরিমাণ
মানিকতলা ৫৯ মিমি, বীরপাড়া ৫৪ মিমি, বেলগাছিয়া ৫৭ মিমি, ধাপা ৪৯ মিমি, তপসিয়া ৩৮ মিমি, উল্টোডাঙ্গা ৫৩ মিমি, পামারব্রিজ ৫৩ মিমি, ঠনঠনিয়া ৫৪ মিমি, বালিগঞ্জ ৪৫ মিমি, মোমিনপুর ৩৮ মিমি, চেতলা ৩২ মিমি, কালীঘাট ৪৫ মিমি, কামডহড়ি ৪৯ মিমি, দত্ত বাগান ৫৩ মিমি, জিন্জিরা বাজার ৪৫ মিমি, বেহালা ৪৪ মিমি।
এদিকে, ভারী বর্ষণের মাঝে দোসর হয়েছে কোটাল। সকালে জোয়ার থাকায় চিন্তা বেড়েছে। এমনিতেই কলকাতার বেশিরভাগ এলাকারই প্লাবিত। তারপর জোয়ারে জল বাড়লে অশনি সঙ্কেত দেখছে পুরসভা। আপাতত লকগেট বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ না লকগেট খোলা হচ্ছে, ততক্ষণ জমা জল নামার আশা ক্ষীণ। বিভিন্ন জায়গায় ম্যানহোলগুলিকে খুলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
আরও পড়ুন: রেলপথে ধস! চোখের সামনে মাটির নীচে চাপা পড়ে একের পর এক শরীর…
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আর সেই কারণেই আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ ভারি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম-সহ কলকাতার কিছু জায়গাতে।