কলকাতা: ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যের কোভিড বিধিনিষেধে (Additional Relaxations) একাধিক শিথিলতার কথা ঘোষণা করেছে রাজ্য। অর্থাৎ মঙ্গলবার থেকে লোকাল ট্রেন, মেট্রো চলাচল করে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে। অর্থাৎ মোট আসনের ৭৫ শতাংশ যাত্রী নিয়ে এবার থেকে ট্রেন (Local Train), মেট্রো (Metro) চলবে। সোমবারই এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। আরও একাধিক নতুন নির্দেশ এসেছে নবান্ন থেকে। বৃহস্পতিবার থেকে স্কুল, কলেজ খুলছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ৭৫ শতাংশের অনুমতিতে ছাড় দেওয়া হয়েছে। নাইট কার্ফুর সময়সীমাও কমানো হয়েছে। ৩১ জানুয়ারি অবধি রাত ১০টা থেকে ভোর ৫টা অবধি রাত্রিকালীন বিধিনিষেধের কথা বলা হয়েছিল। মঙ্গলবার ১ ফেব্রুয়ারি থেকে তা রাত ১১ থেকে শুরু হবে।
১. ৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলছে।
২. ৩ ফেব্রুয়ারি থেকে পঞ্চম-সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য পাড়ায় শিক্ষালয় শুরু হবে।
৩. কলেজ, ইউনিভার্সিটি, টেকনিকাল কলেজ, আইটিআই, পলিটেকনিক সমস্ত খুলে যাবে ৩ ফেব্রুয়ারি থেকে।
৪. মেট্রো, লোকাল ট্রেনে ৭৫ শতাংশ আসনে যাত্রী নিয়ে চলবে।
৫. সমস্ত সরকারি, বেসরকারি অফিস ৭৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে।
৬. সমস্তরকম ইনডোর, আউটডোর খেলা ৭৫ শতাংশের উপস্থিতিতে করা যাবে।
৭. সাংস্কৃতিক, সামাজিক বা প্রশাসনিক সমস্ত অনুষ্ঠানের ক্ষেত্রেও ভেন্যু বা প্রেক্ষাগৃহের আসন ক্ষমতার ৭৫ শতাংশ ভর্তি করে করা যাবে।
৮. নির্ধারিত সময় অনুযায়ী খোলা যাবে রেস্তোরাঁ, বার, সিনেমা হল, থিয়েটার। ৭৫ শতাংশের উপস্থিতি নিয়ে।
৯. পার্ক, বিনোদন পার্ক, চিড়িয়াখানা, মিউজিয়াম, পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। ৭৫ শতাংশের ভিড়ে ছাড়।
১০. বিয়েবাড়ি কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে ৭৫ শতাংশের উপস্থিতি।
১১. সেলুন, বিউটি পার্লার, জিম, স্পা ও ওয়েলনেস সেন্টারগুলিতে নির্ধারিত সময় মেনে ৭৫ শতাংশের উপস্থিতিতে খোলা যাবে।
১২. রাত ১১টা থেকে ভোর ৫টা অবধি শুধুমাত্র অত্যাবশ্যক পণ্য ও এমার্জেন্সি সার্ভিস চলবে। অর্থাৎ এই সময় নাইট কার্ফু জারি থাকবে।
১৩. মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা, স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যক।
আরও পড়ুন: Job News: জুনিয়র, সিনিয়র কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, মন্ত্রিসভায় অনুমোদন! নবান্ন থেকে ঘোষণা মমতার
আরও পড়ুন: School Reopening: ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল, নবান্ন থেকে ঘোষণা মমতার