প্রাথমিক শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ, হাইকোর্টে আজ শুনানি

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: arunava roy

Feb 19, 2021 | 1:04 PM

বহু নমুনা আছে যেখানে নিয়োগে অস্বচ্ছতার উদাহরণ তাঁদের হাতে আছে বলে আদালতে দাবি করেন আবেদনকারী আইনজীবীরা।

প্রাথমিক শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ, হাইকোর্টে আজ শুনানি
ফাইল ছবি

Follow Us

কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teachers Recruit) নিয়ে ফের মামলা কলকাতা হাইকোর্টে (High Court)। রাজ্যে মেধাতালিকা প্রকাশই করা হয়নি বলে অভিযোগ তুলে মামলা বৃহস্পতিবার মামলা দায়ের হয়েছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের আদালতে আজ মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়।

নিয়োগ নিয়ে একাধিক অস্বচ্ছতা রয়েছে বলে আইনজীবীর অভিযোগ। নিয়োগ নিয়ে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে। সব মামলার শুনানি একসঙ্গে হবে বলে সূত্রের খবর। দু’টি ছুটির দিনে প্রাথমিক শিক্ষা সংসদ নিয়োগ সংক্রান্ত সাতটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অভিযোগ, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নিয়োগের একেকটি ধাপ শেষ করে ফেলেছেন নিয়োগ কর্তারা।

সংশ্লিষ্ট মামলাগুলিতে অভিযোগ তোলা হয়েছে, কোনও মেধা তালিকা প্রকাশ না করেই নিয়োগ করার প্রক্রিয়া চলছে। দু’টি ছুটির দিনে প্রাথমিক শিক্ষা সংসদ সাতটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নিয়োগের একেকটি ধাপ শেষ করে ফেলেছেন নিয়োগ কর্তারা। এমন বহু নমুনা আছে যেখানে নিয়োগে অস্বচ্ছতার উদাহরণ তাঁদের হাতে আছে বলে আদালতে দাবি করেন আবেদনকারী আইনজীবীরা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও মেলেনি চাকরি, অনির্দিষ্টকালের জন্য অনশনে হবু শিক্ষকরা

উল্লেখ্য, বুধবারই গোটা রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। যদিও তার মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠা শুরু হয়েছে।

Next Article