AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Body Recovered: মুখে একাধিক ক্ষত, গাড়ি থেকে ছুড়ে রাস্তায় ফেলা হল দেহ! নিউটাউন চত্বরে চাঞ্চল্য

Kolkata Body Recovered: শুক্রবার সকালে পথ চলতি সাধারণ মানুষ প্রথম মাঝবয়সী ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। খবর যায় ইকো পার্ক থানায়।

Kolkata Body Recovered: মুখে একাধিক ক্ষত, গাড়ি থেকে ছুড়ে রাস্তায় ফেলা হল দেহ! নিউটাউন চত্বরে চাঞ্চল্য
যাত্রাগাছিতে দেহ উদ্ধার (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Apr 01, 2022 | 10:47 AM
Share

কলকাতা:  যাত্রাগাছিতে রাস্তার ধার থেকে উদ্ধার এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। শুক্রবার সকালে পথ চলতি সাধারণ মানুষ প্রথম মাঝবয়সী ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। খবর যায় ইকো পার্ক থানায়। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির মুখে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন আছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। কীভাবে খুন, তা এখনও স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে এলাকা থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেই রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। শুক্রবার সকালে এলাকাবাসীরাই দেহটি প্রথম দেখতে পান। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ তদন্তে নেমে ওই এলাকার রাস্তার লাগানো সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখে। দেখা যায়, রাতে একটি গাড়ি এসে দেহটি ফেলে চলে যায়। গাড়িতে কারা ছিল, তা চিহ্নিত করা সম্ভব হয়নি। ক্যামেরার নাইট ভিসন স্পষ্ট না থাকায় দুষ্কৃতীদের মুখ ভালোভাবে বোঝা যায়নি।

গাড়ির নম্বর চিহ্নিত করার জন্য আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ছবি তুলে আশেপাশের থানাগুলোকে পাঠানো হয়েছে। কোথাও কোনও মিসিং ডায়েরি হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। আগে পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে, তারপরই এই খুনের ‘ক্লু’ হাতে আসতে পারে।

দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসার পরে পরে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। ঘটনার তদন্তে বিধান নগর কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন: মধ্যরাত পর্যন্ত ম্যারাথন জেরা সিবিআই-এর, ‘বিধ্বস্ত’ প্রাক্তন এসএসসি কর্তা বললেন, ‘কিচ্ছু বলা যাবে না’

আরও পড়ুন: Dengue Situation in Kolkata: ডেঙ্গু-ম্যালেরিয়ার বিপদ কলকাতার কোন কোন ওয়ার্ডে, প্রকাশ্যে তালিকা